একক নাটক ‘বাসায় কি মানবে’

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮টায় ‘হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে’ প্রচার হবে নাটক ‘বাসায় কি মানবে’। অনামিকা ম-লের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। আর অভিনয় করেছেন, ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন, শামীমা নাজনিন, ফখরুল বাসার মাসুম, তন্নি আশরাফ, শাফিজ মামুন ও শর্মি শারমিন। জোবান বলেন, ‘ভালোবাসা দিবসকে শুধু নিজের বউকে ভালোবাসলে হবে না। নিজের বাবা, মা, ভাই বোনকে ও ভালোবাসতে হবে। এই নাটকটি সবার কাছে ভালো লাগবে আশা করি। আর আমরা সাবাই সবাইকে ভালোবাসবো। নাটকের গল্পে দেখা যাবে, বাবু (জোভান) ও বৃষ্টি (ফারিন) দুজন দুজনকে ভালোবাসে। বছর দুয়েকের সম্পর্ক। দুজনেই ভালো চাকরি করে। বিয়ের সিদ্ধান্ত নেয়। কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা বাসায় জানায়নি। বাবা মা মানবে কি না অথবা জানলে লজ্জা ও ভয় থেকে তারা বাসায় জানানোর সাহস করতে পারেনি। বাসায় জানলে বিষয়টা কীভাবে নিবে এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই। তারা দুজনেই যুক্তি করে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন তাদের ভালোবাসার কথা তাদের বাসায় মেনে নেয়। এ নিয়ে বিভিন্ন মজার মজার পরিস্থিতি তৈরি হয়। এমন গল্পে এগোবে নাটকটি।

বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ , ২৭ মাঘ ১৪২৭, ২৭ জমাদিউস সানি ১৪৪২

একক নাটক ‘বাসায় কি মানবে’

বিনোদন প্রতিবেদক |

image

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮টায় ‘হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে’ প্রচার হবে নাটক ‘বাসায় কি মানবে’। অনামিকা ম-লের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। আর অভিনয় করেছেন, ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন, শামীমা নাজনিন, ফখরুল বাসার মাসুম, তন্নি আশরাফ, শাফিজ মামুন ও শর্মি শারমিন। জোবান বলেন, ‘ভালোবাসা দিবসকে শুধু নিজের বউকে ভালোবাসলে হবে না। নিজের বাবা, মা, ভাই বোনকে ও ভালোবাসতে হবে। এই নাটকটি সবার কাছে ভালো লাগবে আশা করি। আর আমরা সাবাই সবাইকে ভালোবাসবো। নাটকের গল্পে দেখা যাবে, বাবু (জোভান) ও বৃষ্টি (ফারিন) দুজন দুজনকে ভালোবাসে। বছর দুয়েকের সম্পর্ক। দুজনেই ভালো চাকরি করে। বিয়ের সিদ্ধান্ত নেয়। কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা বাসায় জানায়নি। বাবা মা মানবে কি না অথবা জানলে লজ্জা ও ভয় থেকে তারা বাসায় জানানোর সাহস করতে পারেনি। বাসায় জানলে বিষয়টা কীভাবে নিবে এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই। তারা দুজনেই যুক্তি করে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন তাদের ভালোবাসার কথা তাদের বাসায় মেনে নেয়। এ নিয়ে বিভিন্ন মজার মজার পরিস্থিতি তৈরি হয়। এমন গল্পে এগোবে নাটকটি।