মরক্কোতে ভূগর্ভস্থ কারখানায় ২৮ জনের মৃতু্যু

মরক্কোর তাঞ্জিয়ের শহরে পানিতে ডুবে ভূগর্ভস্থ কারখানার ২৮ জনের মৃতু্যু হয়েছে। কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে শহরটিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই কারখানাটির ভবনের বেজমেন্টটি পানিতে তলিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি

ঘটনাস্থল থেকে আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পেঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়। ওই সময় কারখানাটিতে মোট কতজন লোক ছিলেন তা পরিষ্কার হয়নি। যারা মারা গেছেন তাদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত কয়েকদিনে তাঞ্জিয়ের থেকে আসা ভিডিওতে গাড়িগুলোকে পানিতে পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে।

ওই ভবনের বেজমেন্টে লোকজন কাজ করার সময় পানি সেখানে ঢুকে পড়ে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ , ২৭ মাঘ ১৪২৭, ২৭ জমাদিউস সানি ১৪৪২

মরক্কোতে ভূগর্ভস্থ কারখানায় ২৮ জনের মৃতু্যু

মরক্কোর তাঞ্জিয়ের শহরে পানিতে ডুবে ভূগর্ভস্থ কারখানার ২৮ জনের মৃতু্যু হয়েছে। কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে শহরটিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই কারখানাটির ভবনের বেজমেন্টটি পানিতে তলিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি

ঘটনাস্থল থেকে আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পেঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়। ওই সময় কারখানাটিতে মোট কতজন লোক ছিলেন তা পরিষ্কার হয়নি। যারা মারা গেছেন তাদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত কয়েকদিনে তাঞ্জিয়ের থেকে আসা ভিডিওতে গাড়িগুলোকে পানিতে পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে।

ওই ভবনের বেজমেন্টে লোকজন কাজ করার সময় পানি সেখানে ঢুকে পড়ে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।