চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু চুরির অপবাদে বীর মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ ওই চেয়ারম্যানকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।

গত সোমবার রাতে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।

গতকাল সকাল সাড়ে ১১টায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বীর মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনায় ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ হাতীবান্ধা উপজেলা আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা সন্তানরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ সহ-সভাপতি জামিয়ার জয় ও কামরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধারা, আজ তাদের চুরির অপবাদে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে। ঘটনার অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, এ ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থাসহ তার চেয়ারম্যান পদ থেকে অপসারণের জোর দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে তারা সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

গত শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ এনে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বিরুদ্ধে।

বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ , ২৭ মাঘ ১৪২৭, ২৭ জমাদিউস সানি ১৪৪২

মুক্তিযোদ্ধাকে বেঁধে নির্যাতন

চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু চুরির অপবাদে বীর মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ ওই চেয়ারম্যানকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।

গত সোমবার রাতে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।

গতকাল সকাল সাড়ে ১১টায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বীর মুক্তিযোদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনায় ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ হাতীবান্ধা উপজেলা আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা সন্তানরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ সহ-সভাপতি জামিয়ার জয় ও কামরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধারা, আজ তাদের চুরির অপবাদে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে। ঘটনার অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, এ ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থাসহ তার চেয়ারম্যান পদ থেকে অপসারণের জোর দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে তারা সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

গত শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ এনে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বিরুদ্ধে।