টিকা নিয়ে ভয় নয়

শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। তবে যতটা আশা করা হয়েছিল, টিকা নিতে মানুষকে ততটা আগ্রহী মনে হচ্ছে না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের এক জরিপে দেখা যাচ্ছে দেশের মাত্র ৩২ শতাংশ মানুষ টিকা কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে টিকা নিতে আগ্রহী এবং আরও ৫২ শতাংশ মানুষ আগ্রহী আছেন, তবে তারা ঠিক এ মুহূর্তেই টিকা নিতে রাজি নন। খবরটি খুবই হতাশার ও উদ্বেগজনক। এ টিকা প্রদান নিয়ে সরকারি ও বিরোধী দল পরস্পরের মধ্যে বাকযুদ্ধ চলছে। কে কাকে আগে টিকা দিবে।

তবে সরকারি দল হোক আর বিরোধী দল হোক, তারা কিন্তু বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। এখন তারা যদি ঠেলাঠেলি করে তাহলে তো জনগণের মধ্যে সন্দেহ ও সংশয় শুরু হবেই। এতে কোন সন্দেহ নেই। এ মুহূর্তে তাদের দায়িত্বশীল আচরণ ও বক্তব্য প্রদান করতে হবে। তাছাড়া, আমাদের দেশের অনেক লোক এমনিতেই ভারতের টিকা সম্পর্কে সন্দেহ, সংশয় ও নেতিবাচক ধারণা পোষণ করে।

সাধারণ মানুষকে সংশয় ও শঙ্কা কাটিয়ে আস্থায় আনতে হলে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিবর্গকে পরীক্ষামূলকভাবে আগে টিকা দিলে সাধারণ মানুষের সংশয় ও শঙ্কা অনেকটা কেটে যাবে। মন্ত্রী-এমপিসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকা নিচ্ছেন। এতে জনগণের আস্থা বাড়বে, সংশয় ও শঙ্কা দূর হবে এবং মানুষের মধ্যে আস্থা তৈরি হবে।

জিল্লুর রহমান

বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ , ২৭ মাঘ ১৪২৭, ২৭ জমাদিউস সানি ১৪৪২

টিকা নিয়ে ভয় নয়

image

শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। তবে যতটা আশা করা হয়েছিল, টিকা নিতে মানুষকে ততটা আগ্রহী মনে হচ্ছে না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের এক জরিপে দেখা যাচ্ছে দেশের মাত্র ৩২ শতাংশ মানুষ টিকা কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে টিকা নিতে আগ্রহী এবং আরও ৫২ শতাংশ মানুষ আগ্রহী আছেন, তবে তারা ঠিক এ মুহূর্তেই টিকা নিতে রাজি নন। খবরটি খুবই হতাশার ও উদ্বেগজনক। এ টিকা প্রদান নিয়ে সরকারি ও বিরোধী দল পরস্পরের মধ্যে বাকযুদ্ধ চলছে। কে কাকে আগে টিকা দিবে।

তবে সরকারি দল হোক আর বিরোধী দল হোক, তারা কিন্তু বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। এখন তারা যদি ঠেলাঠেলি করে তাহলে তো জনগণের মধ্যে সন্দেহ ও সংশয় শুরু হবেই। এতে কোন সন্দেহ নেই। এ মুহূর্তে তাদের দায়িত্বশীল আচরণ ও বক্তব্য প্রদান করতে হবে। তাছাড়া, আমাদের দেশের অনেক লোক এমনিতেই ভারতের টিকা সম্পর্কে সন্দেহ, সংশয় ও নেতিবাচক ধারণা পোষণ করে।

সাধারণ মানুষকে সংশয় ও শঙ্কা কাটিয়ে আস্থায় আনতে হলে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিবর্গকে পরীক্ষামূলকভাবে আগে টিকা দিলে সাধারণ মানুষের সংশয় ও শঙ্কা অনেকটা কেটে যাবে। মন্ত্রী-এমপিসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকা নিচ্ছেন। এতে জনগণের আস্থা বাড়বে, সংশয় ও শঙ্কা দূর হবে এবং মানুষের মধ্যে আস্থা তৈরি হবে।

জিল্লুর রহমান