বেহাল পাটশিল্প

এক সময় বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হতো। কিন্তু সেই খ্যাতি এখন আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ৬৭টি ব্যক্তিমালিকানাধীন ও পরিত্যক্ত পাটকল তদারকি, পরিচালনা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘বাংলাদেশ জুট মিলস করপোরেশন’ গড়ে তোলেন। দুর্নীতি, অদক্ষতা, অযোগ্যতা ও অব্যবস্থাপনের কারণে একের পর এক বন্ধ হতে থাকে পাটকল।

শ্রমিক ছাঁটাই, মজুরি না দেয়ার কারণে আগ্রহ হারিয়ে ফেলেন শ্রমিকরা। তবে দুঃখের বিষয় ২ জুলাই সর্বশেষ পাটকলগুলোও বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৪৮ বছরের মধ্যে ৪৪ বছরই লোকসানে ছিল ‘বিজেএমসি’ সংস্থা। সরকারের পাটকল লোকসানের বড় কারণ কাঁচাপাট কেনায় অব্যবস্থা ও দুর্নীতি। এছাড়াও সরকারি পাটকলের উৎপাদনশীলতা কম ও উৎপাদন খরচ অনেক বেশি। বর্তমানে পাটের চাহিদা বাড়ছে অথচ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। পাট শুধু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য অর্থকরী ফসলই নয়, পাট হলো পরিবেশবান্ধবও। তাই দেশের জনগণসহ, সরকারকে পাট শিল্পের অধিক উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে হবে।

মেহেদী হাসান

বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১ , ২৭ মাঘ ১৪২৭, ২৭ জমাদিউস সানি ১৪৪২

বেহাল পাটশিল্প

image

এক সময় বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হতো। কিন্তু সেই খ্যাতি এখন আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ৬৭টি ব্যক্তিমালিকানাধীন ও পরিত্যক্ত পাটকল তদারকি, পরিচালনা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘বাংলাদেশ জুট মিলস করপোরেশন’ গড়ে তোলেন। দুর্নীতি, অদক্ষতা, অযোগ্যতা ও অব্যবস্থাপনের কারণে একের পর এক বন্ধ হতে থাকে পাটকল।

শ্রমিক ছাঁটাই, মজুরি না দেয়ার কারণে আগ্রহ হারিয়ে ফেলেন শ্রমিকরা। তবে দুঃখের বিষয় ২ জুলাই সর্বশেষ পাটকলগুলোও বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৪৮ বছরের মধ্যে ৪৪ বছরই লোকসানে ছিল ‘বিজেএমসি’ সংস্থা। সরকারের পাটকল লোকসানের বড় কারণ কাঁচাপাট কেনায় অব্যবস্থা ও দুর্নীতি। এছাড়াও সরকারি পাটকলের উৎপাদনশীলতা কম ও উৎপাদন খরচ অনেক বেশি। বর্তমানে পাটের চাহিদা বাড়ছে অথচ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। পাট শুধু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য অর্থকরী ফসলই নয়, পাট হলো পরিবেশবান্ধবও। তাই দেশের জনগণসহ, সরকারকে পাট শিল্পের অধিক উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে হবে।

মেহেদী হাসান