বরিশালে মুজিববর্ষের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ কৃষক ফেডারেশনের

‘মুজিববর্ষ’ উপলক্ষে বরিশালে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ঘর বণ্টনে অনিয়ম হওয়ায় শতভাগ প্রকৃত ভূমিহীন ঘর বরাদ্দ পাননি। ৩০-৪০ হাজার টাকা উৎকোচ নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনকে প্রভাবিত করে অনেক স্বচ্ছল পরিবারকে হতদরিদ্র দেখিয়ে ঘর বরাদ্দ দেয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় চেয়ারম্যান-মেম্বররা। বরিশালে কৃষক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেছেন।

গত মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভে ভূমিহীন কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, একই পরিবারে ২-৩টি ঘর দেয়ারও দৃষ্টান্ত রয়েছে। প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করলে এ অভিযোগের সত্যতা পাওয়া যাবে। চেয়ারম্যান-মেম্বরদের অনিয়মের কারনে প্রকৃত ভূমিহীনরা সরকারের দেয়া ঘর থেকে বঞ্চিত হওয়ায় মুজিব শতবর্ষের সম্মান ক্ষুণœœ হয়েছে।

কৃষক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক হালিম মহুরী, কৃষাণি সভার সভানেত্রী রেহেনা বেগম মিতু, সাধারণ সম্পাদক রেনু বেগম, কৃষক ফেডারেশনের ইউসুফ আকন, হিরা বেগম, মো. রেজাউল করিম প্রমুখ।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

বরিশালে মুজিববর্ষের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ কৃষক ফেডারেশনের

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

‘মুজিববর্ষ’ উপলক্ষে বরিশালে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ঘর বণ্টনে অনিয়ম হওয়ায় শতভাগ প্রকৃত ভূমিহীন ঘর বরাদ্দ পাননি। ৩০-৪০ হাজার টাকা উৎকোচ নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনকে প্রভাবিত করে অনেক স্বচ্ছল পরিবারকে হতদরিদ্র দেখিয়ে ঘর বরাদ্দ দেয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় চেয়ারম্যান-মেম্বররা। বরিশালে কৃষক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেছেন।

গত মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভে ভূমিহীন কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, একই পরিবারে ২-৩টি ঘর দেয়ারও দৃষ্টান্ত রয়েছে। প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করলে এ অভিযোগের সত্যতা পাওয়া যাবে। চেয়ারম্যান-মেম্বরদের অনিয়মের কারনে প্রকৃত ভূমিহীনরা সরকারের দেয়া ঘর থেকে বঞ্চিত হওয়ায় মুজিব শতবর্ষের সম্মান ক্ষুণœœ হয়েছে।

কৃষক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক হালিম মহুরী, কৃষাণি সভার সভানেত্রী রেহেনা বেগম মিতু, সাধারণ সম্পাদক রেনু বেগম, কৃষক ফেডারেশনের ইউসুফ আকন, হিরা বেগম, মো. রেজাউল করিম প্রমুখ।