২০ ফুট উঁচু বিদ্যাদেবী

চাঁদপুরের পুরানবাজারে ২০ ফুট উচ্চতা সম্পন্ন দেবী স্বরস্বতীর প্রতীমা নির্মাণ করা হয়েছে। ১৬ই ফেব্রুয়ারি স্বরস্বতীর পূজো উপলক্ষে প্রতীমাটি নির্মিত হয়েছে। এখন পর্যন্ত এটিই চাঁদপুরের সবচেয়ে বেশি উচ্চতাসম্পন্ন স্বরস্বতীর প্রতিমা। ইতোমধ্যে এই স্বরস্বতী দেবীর প্রতীমাটির ছবি সোশ্যাল মিডিয়ার ফেসবুকে ভাইরাল হয়েছে। যেজন্য দূর দূরান্ত থেকে এত বিশাল উচ্চতাসম্পন্ন স্বরস্বতীর প্রতীমাটি দেখতে উৎসুক জনতা ছুটে আসছেন। খবর নিয়ে জানা যায়, চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরানবাজার দাসপাড়ার বড় বাড়িতে এই স্বরস্বতীর প্রতীমাটি নির্মিত হয়েছে। যা নির্মাণের উদ্যোগ নিয়েছে বিদ্যার্থী সংঘ। মূলত এই বিদ্যার্থী সংঘের ৫০ বছরপূর্তি উপলক্ষে এই ২০ ফুট উচ্চতার প্রতীমাটি তৈরি করা হয়েছে। যা নির্মাণ করছেন ফরিদপুরের মৃৎ শিল্পী সুকুমার পাল। তিনি ৭ দিন সময় ব্যয় করে প্রতীমাটি নির্মাণ করেছেন। সরেজমিনে দেখা যায়, স্বরস্বতীর প্রতীমাটি এখনও নির্মাণাধীন রয়েছে। এর রংয়ের কাজ এখনো শুরু হয়নি। হাতে বিনাও এখনও দেয়া হয়নি। তবে পদ্মফুল ও রাজ হাঁসের উপর দাঁড়িয়ে আছেন দেবী স্বরস্বতী। এ ব্যপারে বিদ্যার্থী সংঘের উত্তম কুমার দে, মৃনাল দাস, মৃদুল দাস, বিশ্বনাথ দাস, তাপস দাস, সুবাস দাস, দিবাস দাস, পরিমল দাস, বলাই দাস, সুবল দাসসহ অন্যান্যরা জানান, দাস পাড়ার এই বাড়িতে ২শ’ সনাতনধর্মালম্বী রয়েছে। যারা প্রতিবছর একত্রে এই বিদ্যার্থী সংঘের আয়োজনে স্বরস্বতী পূজো করে থাকে। গতবার সংঘের ৪৯ বছর পূর্তি উপলক্ষে ১৬ ফুট উচ্চতার স্বরস্বতী প্রতীমা করা হয়েছিল। আর এবার ৫০ বছর পূর্তি হওয়ায় পূজো স্মরণীয় করে রাখতেই ২০ ফুট উচ্চতা সম্পন্ন দেবি স্বরস্বতীর প্রতীমা তৈরি করা হয়েছে। পূজোতে সবার নিমন্ত্রণ রইল।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

২০ ফুট উঁচু বিদ্যাদেবী

সংবাদদাতা, চাঁদপুর

image

চাঁদপুরের পুরানবাজারে ২০ ফুট উচ্চতা সম্পন্ন দেবী স্বরস্বতীর প্রতীমা নির্মাণ করা হয়েছে। ১৬ই ফেব্রুয়ারি স্বরস্বতীর পূজো উপলক্ষে প্রতীমাটি নির্মিত হয়েছে। এখন পর্যন্ত এটিই চাঁদপুরের সবচেয়ে বেশি উচ্চতাসম্পন্ন স্বরস্বতীর প্রতিমা। ইতোমধ্যে এই স্বরস্বতী দেবীর প্রতীমাটির ছবি সোশ্যাল মিডিয়ার ফেসবুকে ভাইরাল হয়েছে। যেজন্য দূর দূরান্ত থেকে এত বিশাল উচ্চতাসম্পন্ন স্বরস্বতীর প্রতীমাটি দেখতে উৎসুক জনতা ছুটে আসছেন। খবর নিয়ে জানা যায়, চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরানবাজার দাসপাড়ার বড় বাড়িতে এই স্বরস্বতীর প্রতীমাটি নির্মিত হয়েছে। যা নির্মাণের উদ্যোগ নিয়েছে বিদ্যার্থী সংঘ। মূলত এই বিদ্যার্থী সংঘের ৫০ বছরপূর্তি উপলক্ষে এই ২০ ফুট উচ্চতার প্রতীমাটি তৈরি করা হয়েছে। যা নির্মাণ করছেন ফরিদপুরের মৃৎ শিল্পী সুকুমার পাল। তিনি ৭ দিন সময় ব্যয় করে প্রতীমাটি নির্মাণ করেছেন। সরেজমিনে দেখা যায়, স্বরস্বতীর প্রতীমাটি এখনও নির্মাণাধীন রয়েছে। এর রংয়ের কাজ এখনো শুরু হয়নি। হাতে বিনাও এখনও দেয়া হয়নি। তবে পদ্মফুল ও রাজ হাঁসের উপর দাঁড়িয়ে আছেন দেবী স্বরস্বতী। এ ব্যপারে বিদ্যার্থী সংঘের উত্তম কুমার দে, মৃনাল দাস, মৃদুল দাস, বিশ্বনাথ দাস, তাপস দাস, সুবাস দাস, দিবাস দাস, পরিমল দাস, বলাই দাস, সুবল দাসসহ অন্যান্যরা জানান, দাস পাড়ার এই বাড়িতে ২শ’ সনাতনধর্মালম্বী রয়েছে। যারা প্রতিবছর একত্রে এই বিদ্যার্থী সংঘের আয়োজনে স্বরস্বতী পূজো করে থাকে। গতবার সংঘের ৪৯ বছর পূর্তি উপলক্ষে ১৬ ফুট উচ্চতার স্বরস্বতী প্রতীমা করা হয়েছিল। আর এবার ৫০ বছর পূর্তি হওয়ায় পূজো স্মরণীয় করে রাখতেই ২০ ফুট উচ্চতা সম্পন্ন দেবি স্বরস্বতীর প্রতীমা তৈরি করা হয়েছে। পূজোতে সবার নিমন্ত্রণ রইল।