মুন্সীগঞ্জে স্ত্রী হত স্বামী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পারুল বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার রাত ১টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী আলমগীর খানকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

নিহত পারুল বেগম বরিশাল জেলার করিম বক্সের মেয়ে। আটক আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম বেপারির ছেলে। তারা মুন্সীগঞ্জের পঞ্চসারের কাশিপুর এলাকায় মালেক বেপারির জায়গা ভাড়া নিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকার জের ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত রোববার রাত ১টার দিকে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ২টার দিকে অভিযুক্ত স্বামী আলমগীরকে গ্রেপ্তার করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহত পারুল বেগমের ছেলে সাইফুল ইসলাম, বাদী হয়ে সদর থানায় একটি হত্যামামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

মুন্সীগঞ্জে স্ত্রী হত স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পারুল বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার রাত ১টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী আলমগীর খানকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

নিহত পারুল বেগম বরিশাল জেলার করিম বক্সের মেয়ে। আটক আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম বেপারির ছেলে। তারা মুন্সীগঞ্জের পঞ্চসারের কাশিপুর এলাকায় মালেক বেপারির জায়গা ভাড়া নিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকার জের ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত রোববার রাত ১টার দিকে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ২টার দিকে অভিযুক্ত স্বামী আলমগীরকে গ্রেপ্তার করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহত পারুল বেগমের ছেলে সাইফুল ইসলাম, বাদী হয়ে সদর থানায় একটি হত্যামামলা দায়ের করেছে।