ফাল্গুনে চয়নিকা’র ‘মন কেমনের দিন’

চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত হয়েছে ফাল্গুনের নাটক ‘মন কেমনের দিন’। ১২ ফেব্রুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচার হবে। ফারিয়া হোসেনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, সাবাহ সারিকা প্রমুখ।

ভালোবাসার বিশ্বাস-অবিশ্বাস, দ্বন্দ্ব-সংঘাত আর সংসারের টানাপড়েনই নাটকের মূল উপজীব্য।

নাটকের কাহিনী নিয়ে বলতে গিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘রঞ্জন আর মায়ার বিয়ে হয়েছে তিন বছর। সুখের সংসার তাদের। তৃতীয় বিবাহবার্ষিকীতে পুরো বাড়িতেই সাজসজ্জার ব্যবস্থা করেছে মায়া। এমন সময় বাসায় এসে অপর্ণা নামে এক মেয়ে রঞ্জনের খোঁজ করে। বাসায় এসে অপর্ণাকে দেখে চমকে ওঠে রঞ্জন। রঞ্জন অপর্ণাকে বলে, তুমি হঠাৎ? কোত্থেকে? কার কাছে এসেছো? অপর্ণা বলে, আমি আমার স্বামীর কাছে এসেছি, সে এখানেই থাকে।

রঞ্জন বলে, এখানে থাকে? তোমার স্বামীর নাম কি? অপর্ণা বলে, আমার স্বামীর নাম রঞ্জন! তুমিই তো আমার স্বামী! চমকে ওঠে রঞ্জনের স্ত্রী মায়া! শুরু হয় নানা নাটকীয়তা।’

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

ফাল্গুনে চয়নিকা’র ‘মন কেমনের দিন’

বিনোদন প্রতিবেদক |

image

চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত হয়েছে ফাল্গুনের নাটক ‘মন কেমনের দিন’। ১২ ফেব্রুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচার হবে। ফারিয়া হোসেনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, সাবাহ সারিকা প্রমুখ।

ভালোবাসার বিশ্বাস-অবিশ্বাস, দ্বন্দ্ব-সংঘাত আর সংসারের টানাপড়েনই নাটকের মূল উপজীব্য।

নাটকের কাহিনী নিয়ে বলতে গিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘রঞ্জন আর মায়ার বিয়ে হয়েছে তিন বছর। সুখের সংসার তাদের। তৃতীয় বিবাহবার্ষিকীতে পুরো বাড়িতেই সাজসজ্জার ব্যবস্থা করেছে মায়া। এমন সময় বাসায় এসে অপর্ণা নামে এক মেয়ে রঞ্জনের খোঁজ করে। বাসায় এসে অপর্ণাকে দেখে চমকে ওঠে রঞ্জন। রঞ্জন অপর্ণাকে বলে, তুমি হঠাৎ? কোত্থেকে? কার কাছে এসেছো? অপর্ণা বলে, আমি আমার স্বামীর কাছে এসেছি, সে এখানেই থাকে।

রঞ্জন বলে, এখানে থাকে? তোমার স্বামীর নাম কি? অপর্ণা বলে, আমার স্বামীর নাম রঞ্জন! তুমিই তো আমার স্বামী! চমকে ওঠে রঞ্জনের স্ত্রী মায়া! শুরু হয় নানা নাটকীয়তা।’