ভালোবাসা দিবসে মুন্নী’র ‘কার্নিশে রোজ একটা পাখি

সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী নতুন একটি গান করেছেনে। ‘কার্নিশে রোজ একটা পাখি’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন এস আই টুটুল এবং সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানটি আসছে ভালোবাসা দিবসে ‘দিনাত জাহান মুন্নী’ নামক চ্যানেলে প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘তিনজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতের প্রিয় মানুষ আমার এই গানের সঙ্গে সম্পৃক্ত। এটা আমার জন্য অনেক ভালো লাগার। বকুলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এতো চমৎকার একটি গান লেখার জন্য, টুটুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময়ই। আমার জন্য তিনি অসাধারণ একটি সুর করেছেন, সবাই গানটির খুব প্রশংসা করছেন। ধন্যবাদ ইমন চৌধুরীকেও আন্তরিকতা নিয়ে গানটির সঙ্গীতায়োজন করার জন্য। অনেকদিন পর নিজের মনের মতো একটি গান পেলাম, গেয়েছি আমি আমার আবেগ আর ভালোবাসা দিয়ে। আশা করছি গানটি প্রকাশের পর সবারই ভালো লাগবে।’ মুন্নী জানান ভালোবাসা দিবস উপলক্ষে ‘কার্নিশে রোজ একটি পাখি’ ১২ ফেব্রুয়ারি প্রকাশ পাবে। এছাড়াও ভালোবাসা দিবসে খালেদ মুন্নার সঙ্গে মুন্নীর দ্বৈত গান ‘মনের তুলিতে’ প্রকাশ পাবে। গানটি লিখেছেন পরিতোষ বাড়ৈ ও সুর করেছেন মুন্না নিজেই।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

ভালোবাসা দিবসে মুন্নী’র ‘কার্নিশে রোজ একটা পাখি

বিনোদন প্রতিবেদক |

image

সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী নতুন একটি গান করেছেনে। ‘কার্নিশে রোজ একটা পাখি’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন এস আই টুটুল এবং সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানটি আসছে ভালোবাসা দিবসে ‘দিনাত জাহান মুন্নী’ নামক চ্যানেলে প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘তিনজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতের প্রিয় মানুষ আমার এই গানের সঙ্গে সম্পৃক্ত। এটা আমার জন্য অনেক ভালো লাগার। বকুলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এতো চমৎকার একটি গান লেখার জন্য, টুটুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময়ই। আমার জন্য তিনি অসাধারণ একটি সুর করেছেন, সবাই গানটির খুব প্রশংসা করছেন। ধন্যবাদ ইমন চৌধুরীকেও আন্তরিকতা নিয়ে গানটির সঙ্গীতায়োজন করার জন্য। অনেকদিন পর নিজের মনের মতো একটি গান পেলাম, গেয়েছি আমি আমার আবেগ আর ভালোবাসা দিয়ে। আশা করছি গানটি প্রকাশের পর সবারই ভালো লাগবে।’ মুন্নী জানান ভালোবাসা দিবস উপলক্ষে ‘কার্নিশে রোজ একটি পাখি’ ১২ ফেব্রুয়ারি প্রকাশ পাবে। এছাড়াও ভালোবাসা দিবসে খালেদ মুন্নার সঙ্গে মুন্নীর দ্বৈত গান ‘মনের তুলিতে’ প্রকাশ পাবে। গানটি লিখেছেন পরিতোষ বাড়ৈ ও সুর করেছেন মুন্না নিজেই।