১৭ এমপি করোনায় আক্রান্ত

ঘানার পার্লামেন্ট বন্ধ ঘোষণা

করোনাভাইরাসে ১৭ জন আইনপ্রণেতা আক্রান্ত হওয়ায় অন্তত তিন সপ্তাহের জন্য পার্লামেন্ট বন্ধ করেছে ঘানা। দেশটির পার্লামেন্টের স্পিকার অ্যালবান ব্যাগবিন এই ঘোষণা দেন। পার্লামেন্ট ১৭ সদস্য ছাড়াও অন্যান্য ১৫১ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আল-জাজিরা

স্পিকার বলেন, পার্লামেন্ট প্রাঙ্গণ জীবাণুমুক্ত ও স্যানিটাইজ করতে আগামী ২ মার্চ পর্যন্ত এর কার্যক্রম স্থগিত থাকবে। তিনি বলেন, ‘শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে তিন সপ্তাহের জন্য পার্লামেন্টের অধিবেশন মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ মহামারীর এই সময় পার্লামেন্টের নিয়োগ কমিটি ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো মনোনীত মন্ত্রীদের নিয়োগ-সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে পারবে বলে জানান ব্যাগবিন। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় এখন পর্যন্ত ৭৩ হাজার ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। করোনার সংক্রমণ ঠেকাতে ঘানায় অন্ত্যেষ্টিক্রিয়া, বিয়ে, পার্টিসহ বড় সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া গত বছরের মার্চ থেকে দেশটির জল-স্থল সীমান্তসহ সমুদ্রসৈকত, নৈশক্লাব, সিনেমা হল ও মদের বার বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ , ২৮ মাঘ ১৪২৭, ২৮ জমাদিউস সানি ১৪৪২

১৭ এমপি করোনায় আক্রান্ত

ঘানার পার্লামেন্ট বন্ধ ঘোষণা

image

ঘানার পার্লামেন্টের স্পিকার অ্যালবান ব্যাগবিন করোনায় ১৭ এমপির মৃত্যুতে পার্লামেন্ট বন্ধের ঘোষণা দেন

করোনাভাইরাসে ১৭ জন আইনপ্রণেতা আক্রান্ত হওয়ায় অন্তত তিন সপ্তাহের জন্য পার্লামেন্ট বন্ধ করেছে ঘানা। দেশটির পার্লামেন্টের স্পিকার অ্যালবান ব্যাগবিন এই ঘোষণা দেন। পার্লামেন্ট ১৭ সদস্য ছাড়াও অন্যান্য ১৫১ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আল-জাজিরা

স্পিকার বলেন, পার্লামেন্ট প্রাঙ্গণ জীবাণুমুক্ত ও স্যানিটাইজ করতে আগামী ২ মার্চ পর্যন্ত এর কার্যক্রম স্থগিত থাকবে। তিনি বলেন, ‘শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে তিন সপ্তাহের জন্য পার্লামেন্টের অধিবেশন মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ মহামারীর এই সময় পার্লামেন্টের নিয়োগ কমিটি ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো মনোনীত মন্ত্রীদের নিয়োগ-সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে পারবে বলে জানান ব্যাগবিন। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় এখন পর্যন্ত ৭৩ হাজার ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। করোনার সংক্রমণ ঠেকাতে ঘানায় অন্ত্যেষ্টিক্রিয়া, বিয়ে, পার্টিসহ বড় সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া গত বছরের মার্চ থেকে দেশটির জল-স্থল সীমান্তসহ সমুদ্রসৈকত, নৈশক্লাব, সিনেমা হল ও মদের বার বন্ধ রয়েছে।