সূচক কমলেও লেনদেন বেড়েছে

আগের কার্যদিবস কিছুটা উত্থান হলেও গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫.০১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.০১ পয়েন্ট এবং সিডিএসইটি ০.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৬.৩৩ পয়েন্টে এবং ১১৮০.৪০ পয়েন্টে। অন্য সূচক ডিএসই-৩০ সূচক ৮.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১০.৬৯ পয়েন্টে।

গতকাল ডিএসই ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ২৬৯ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির বা ৯.৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৪টির বা ৬৬.৬৭ শতাংশের এবং ৮৩টির বা ২৩.৬৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২.৮৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, কমেছে ১৫৪টির আর ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৯৫ লাখ ৫৯ হাজার ৫১৪টি শেয়ার ৫৬ বার হাত বদল হয়েছ। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৫ কোটি ৮৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ১০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৯৬ লাখ টাকার ইস্টার্ন ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৬৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।

এছাড়া আমান কটনের ৫ লাখ ২০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ লাখ ৭ হাজার টাকার, এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ টাকার, বার্জার পেইন্টসের ২ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকার, বেক্সিমকোর ২৫ লাখ ৬৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ৬৪ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩৯ লাখ ৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৪ লাখ ৭৭ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকার, ইবনে সিনার ২ কোটি ১৬ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ২২ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৮ লাখ ৪৫ হাজার টাকার, লিনডে বিডির ৫ কোটি ৭ লাখ ৩২ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ১২ লাখ ৪০ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৫ লাখ ১০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৪ লাখ ৮৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১০ লাখ ৯ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৭৭ লাখ ৮৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৫ হাজার টাকার, রেনেটার ২ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকার, আনার অটোমোবাইলসের ২৯ লাখ টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ৫৮ হাজার টাকার, এসএস স্টিলের ৪ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ১৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় কার্যদিবসেরও শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে লাভেলো আইসক্রিম ব্র্যান্ডের তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের। লেনদেনের প্রথম দিন অর্থাৎ বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৭.৫০ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১২.৬২ শতাংশ, গোল্ডেন সনের ১০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, ইউনিলিভারের ৪.৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৮৫ শতাংশ, বেক্সিমকোর ৪.৭৯ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.৪০ শতাংশ, আরডি ফুডের ১.৯৭ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ার দর ১.৯৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টির বা ৬৬.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ইন্স্যুরেন্সের। গত বুধবার প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৬০ টাকা বা ১২.৪৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের ৭.০৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৬.৬৮ শতাংশ, তশরিফার ৬.৪০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৬.১৭ শতাংশ, জেনারেশন নেক্সটের ৬.০৬ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৫.৯৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৫৯ শতাংশ এবং মীর আখতার হোসাইনের শেয়ার দর ৫.৯৫ শতাংশ কমেছে।

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ , ২৯ মাঘ ১৪২৭, ২৯ জমাদিউস সানি ১৪৪২

সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবস কিছুটা উত্থান হলেও গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫.০১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.০১ পয়েন্ট এবং সিডিএসইটি ০.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৬.৩৩ পয়েন্টে এবং ১১৮০.৪০ পয়েন্টে। অন্য সূচক ডিএসই-৩০ সূচক ৮.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১০.৬৯ পয়েন্টে।

গতকাল ডিএসই ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ২৬৯ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ১ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪টির বা ৯.৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৪টির বা ৬৬.৬৭ শতাংশের এবং ৮৩টির বা ২৩.৬৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২.৮৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, কমেছে ১৫৪টির আর ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৯৫ লাখ ৫৯ হাজার ৫১৪টি শেয়ার ৫৬ বার হাত বদল হয়েছ। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৫ কোটি ৮৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ১০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৯৬ লাখ টাকার ইস্টার্ন ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৬৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।

এছাড়া আমান কটনের ৫ লাখ ২০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ লাখ ৭ হাজার টাকার, এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ টাকার, বার্জার পেইন্টসের ২ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকার, বেক্সিমকোর ২৫ লাখ ৬৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ৬৪ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩৯ লাখ ৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৪ লাখ ৭৭ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৬১ লাখ ১৮ হাজার টাকার, ইবনে সিনার ২ কোটি ১৬ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ২২ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৮ লাখ ৪৫ হাজার টাকার, লিনডে বিডির ৫ কোটি ৭ লাখ ৩২ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ১২ লাখ ৪০ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৫ লাখ ১০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২৪ লাখ ৮৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১০ লাখ ৯ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৭৭ লাখ ৮৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৫ হাজার টাকার, রেনেটার ২ কোটি ২৩ লাখ ৯২ হাজার টাকার, আনার অটোমোবাইলসের ২৯ লাখ টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ৫৮ হাজার টাকার, এসএস স্টিলের ৪ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ১৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় কার্যদিবসেরও শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে লাভেলো আইসক্রিম ব্র্যান্ডের তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের। লেনদেনের প্রথম দিন অর্থাৎ বুধবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৭.৫০ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১২.৬২ শতাংশ, গোল্ডেন সনের ১০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, ইউনিলিভারের ৪.৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৮৫ শতাংশ, বেক্সিমকোর ৪.৭৯ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.৪০ শতাংশ, আরডি ফুডের ১.৯৭ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ার দর ১.৯৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টির বা ৬৬.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ইন্স্যুরেন্সের। গত বুধবার প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৬০ টাকা বা ১২.৪৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের ৭.০৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৬.৬৮ শতাংশ, তশরিফার ৬.৪০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৬.১৭ শতাংশ, জেনারেশন নেক্সটের ৬.০৬ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৫.৯৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৫৯ শতাংশ এবং মীর আখতার হোসাইনের শেয়ার দর ৫.৯৫ শতাংশ কমেছে।