বাংলাদেশের বাজারে অ্যালকোহলমুক্ত জীবণুনাশক ‘মিযূও’

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং জাপান-বাংলাদেশ যৌথ প্রতিষ্ঠান আনশিন-এর যৌথ উদ্যোগে উদ্ভাবিত হয়েছে অ্যালকোহলমুক্ত পানি নির্ভর নিরাপদ জীবণুনাশক যা বাংলাদেশের বাজারে ‘মিযূও’ উদ্বোধন হতে যাচ্ছে। গতকাল বিকেলে বিসিএসআইআর-এর ধানমন্ডি ক্যাম্পাসে বাজারজাতকরণের জন্য উৎপাদক প্রতিষ্ঠান আনশিন ও বিসিএসআইআর-এর মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বিসিএসআইআর-এর সদস্য (উন্নয়ন) মো. জাকের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়নে কোভিড মহামারীর এই সময়ে জনগণের মুখে হাসি ফোটানোর জন্য আনশিন ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে বিসিএসআইআর-এর গবেষকদল অ্যালকোহল ছাড়া পানি নির্ভর নিরাপদ জীবণুনাশক তৈরির যে সাফল্য দেখিয়েছে তা দেশবাসী স্বরণ রাখবে।

আনশিন ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাপানি নাগরিক হিরোকী ওয়াতানাবে বলেন, এই জীবণুনাশকটি অর্র্থাৎ ‘মিযূও’ হতে অর্জিত সব অর্থ বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। উল্লেখ্য, তিনি দীর্ঘ ১৮ বছর বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করছেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিসিএসআইআর-এর সচিব, শাহ আবদুল তারিক এবং আনশিন ইন্টারন্যাশনালের পরিচালক শুভাশীষ রায়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ শওকত আলী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), রূপেষ চন্দ্র রায়, আইএফএসটি ও ঢাকা গবেষণাগারের পরিচালক এবং বিজ্ঞানী ও কর্মকর্তারা।

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ , ২৯ মাঘ ১৪২৭, ২৯ জমাদিউস সানি ১৪৪২

বাংলাদেশের বাজারে অ্যালকোহলমুক্ত জীবণুনাশক ‘মিযূও’

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

গতকাল আনশিন ও বিসিএসআইআর-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং জাপান-বাংলাদেশ যৌথ প্রতিষ্ঠান আনশিন-এর যৌথ উদ্যোগে উদ্ভাবিত হয়েছে অ্যালকোহলমুক্ত পানি নির্ভর নিরাপদ জীবণুনাশক যা বাংলাদেশের বাজারে ‘মিযূও’ উদ্বোধন হতে যাচ্ছে। গতকাল বিকেলে বিসিএসআইআর-এর ধানমন্ডি ক্যাম্পাসে বাজারজাতকরণের জন্য উৎপাদক প্রতিষ্ঠান আনশিন ও বিসিএসআইআর-এর মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বিসিএসআইআর-এর সদস্য (উন্নয়ন) মো. জাকের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়নে কোভিড মহামারীর এই সময়ে জনগণের মুখে হাসি ফোটানোর জন্য আনশিন ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে বিসিএসআইআর-এর গবেষকদল অ্যালকোহল ছাড়া পানি নির্ভর নিরাপদ জীবণুনাশক তৈরির যে সাফল্য দেখিয়েছে তা দেশবাসী স্বরণ রাখবে।

আনশিন ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাপানি নাগরিক হিরোকী ওয়াতানাবে বলেন, এই জীবণুনাশকটি অর্র্থাৎ ‘মিযূও’ হতে অর্জিত সব অর্থ বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। উল্লেখ্য, তিনি দীর্ঘ ১৮ বছর বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করছেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিসিএসআইআর-এর সচিব, শাহ আবদুল তারিক এবং আনশিন ইন্টারন্যাশনালের পরিচালক শুভাশীষ রায়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ শওকত আলী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), রূপেষ চন্দ্র রায়, আইএফএসটি ও ঢাকা গবেষণাগারের পরিচালক এবং বিজ্ঞানী ও কর্মকর্তারা।