রাতে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর-অগ্নিসংযোগ দুর্বৃত্তদের

লালমনিরহাট সদর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর ও নৌকার তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারণার করার জন্য বিভিন্ন অলিগলিতে নির্বাচনী অফিস করেছেন সরকার দলীয় প্রার্থী। হঠাৎ করে গত মঙ্গলবার রাতে পৌর এলাকার নয়ারহাটে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে বেশ কয়েকজন হামলা চালিয়ে অফিসে চেয়ার-টেবিল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়দের আর্তচিৎকারে ঘটনাস্থল থেকে পালিয়ে যার দুর্বৃত্তরা।

এদিকে খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে কারা হামলা করেছেন সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন বলেন, নৌকার জয় সুনিশ্চিত জেনে একটি পক্ষ এসব করছে। তবে তাদের আশা কোনদিনও পূরণ হবে না।

এ ঘটনায় বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় নৌকার সমর্থক শফিকুল ইসলাম দিলু বাদী হয়ে বেশ কয়েকজনের নামসহ অজ্ঞাত এক-দেড়শ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, কয়েকজনের নামসহ অজ্ঞাত এক-দেড়শ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর
সিসিক’র স্বাস্থ্যকর্তা ফের করোনায় আক্রান্ত
বাজারের বর্জ্যে অস্তিত্ব সংকটে বামনসুন্দর খাল
স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন মানুষ
বোদায় জমি বিবাদে নারী নিহত
স্বাভাবিক হয়েও প্রতিবন্ধী পরিচয়পত্রের রহস্যজনক ব্যবহার সর. কর্মচারীর
মামলার ভবিষ্যত নিয়ে অনিশ্চিয়তায় পরিবার
শেওলা সেতুর টোল থেকে ২১ বছরেও মুক্তি পায়নি সিলেটবাসী
দাউদকান্দিতে মেয়র পদে ত্রিমুখী লড়াই
লোহালিয়া সেতুর নির্মাণ কাজ ফের বাড়ছে দু’বছর
সীতাকুন্ডে অবৈধ ইটভাটা উচ্ছেদ
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি প্রার্থী
মাধবদীতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা
সুন্দরগঞ্জে দুই জামায়াত কর্মী ধৃত
আ’লীগ-যুবলীগের ৫ শতাধিক নেতাকর্মীর নামে ৩ মামলা
নৌকার মাঝি হতে চান আ’লীগ নেতা রফিক

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ , ২৯ মাঘ ১৪২৭, ২৯ জমাদিউস সানি ১৪৪২

রাতে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর-অগ্নিসংযোগ দুর্বৃত্তদের

প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট সদর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর ও নৌকার তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারণার করার জন্য বিভিন্ন অলিগলিতে নির্বাচনী অফিস করেছেন সরকার দলীয় প্রার্থী। হঠাৎ করে গত মঙ্গলবার রাতে পৌর এলাকার নয়ারহাটে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে বেশ কয়েকজন হামলা চালিয়ে অফিসে চেয়ার-টেবিল ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়দের আর্তচিৎকারে ঘটনাস্থল থেকে পালিয়ে যার দুর্বৃত্তরা।

এদিকে খবর পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে কারা হামলা করেছেন সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন বলেন, নৌকার জয় সুনিশ্চিত জেনে একটি পক্ষ এসব করছে। তবে তাদের আশা কোনদিনও পূরণ হবে না।

এ ঘটনায় বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় নৌকার সমর্থক শফিকুল ইসলাম দিলু বাদী হয়ে বেশ কয়েকজনের নামসহ অজ্ঞাত এক-দেড়শ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, কয়েকজনের নামসহ অজ্ঞাত এক-দেড়শ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।