সীতাকুন্ডে অবৈধ ইটভাটা উচ্ছেদ

সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। গত বুধবার উপজেলার অনন্তপুর পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহ-পরিচালক আফজারুল ইসলাম। দীর্ঘদিন যাবত নুর জাহান গ্রুপের মালিকানাধীন ইটভাটাটি বাড়বকুন্ডের অনন্তপুর এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলে। পাহাড়ি মাটি কেটে ইট তৈরি করে বিক্রি করে। অভিযানের টের পেয়ে মালিক ও শ্রমিকরা গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়। এ সময় দুইটি গেইটের তালা ভেঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ব্রিকফিল্ডে প্রবেশ করে অভিযানে অংশ নেয়। অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল।

এ ব্যাপারে সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। তবে ইটভাটার মালামাল জব্দ করা হয়।

image

সীতাকুন্ড - (চট্টগ্রাম) : গুড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা -সংবাদ

আরও খবর
সিসিক’র স্বাস্থ্যকর্তা ফের করোনায় আক্রান্ত
বাজারের বর্জ্যে অস্তিত্ব সংকটে বামনসুন্দর খাল
স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন মানুষ
বোদায় জমি বিবাদে নারী নিহত
স্বাভাবিক হয়েও প্রতিবন্ধী পরিচয়পত্রের রহস্যজনক ব্যবহার সর. কর্মচারীর
মামলার ভবিষ্যত নিয়ে অনিশ্চিয়তায় পরিবার
শেওলা সেতুর টোল থেকে ২১ বছরেও মুক্তি পায়নি সিলেটবাসী
রাতে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর-অগ্নিসংযোগ দুর্বৃত্তদের
দাউদকান্দিতে মেয়র পদে ত্রিমুখী লড়াই
লোহালিয়া সেতুর নির্মাণ কাজ ফের বাড়ছে দু’বছর
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি প্রার্থী
মাধবদীতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা
সুন্দরগঞ্জে দুই জামায়াত কর্মী ধৃত
আ’লীগ-যুবলীগের ৫ শতাধিক নেতাকর্মীর নামে ৩ মামলা
নৌকার মাঝি হতে চান আ’লীগ নেতা রফিক

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ , ২৯ মাঘ ১৪২৭, ২৯ জমাদিউস সানি ১৪৪২

সীতাকুন্ডে অবৈধ ইটভাটা উচ্ছেদ

প্রতিনিধি, সীতাকুন্ড (চট্টগ্রাম)

image

সীতাকুন্ড - (চট্টগ্রাম) : গুড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা -সংবাদ

সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। গত বুধবার উপজেলার অনন্তপুর পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহ-পরিচালক আফজারুল ইসলাম। দীর্ঘদিন যাবত নুর জাহান গ্রুপের মালিকানাধীন ইটভাটাটি বাড়বকুন্ডের অনন্তপুর এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলে। পাহাড়ি মাটি কেটে ইট তৈরি করে বিক্রি করে। অভিযানের টের পেয়ে মালিক ও শ্রমিকরা গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়। এ সময় দুইটি গেইটের তালা ভেঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ব্রিকফিল্ডে প্রবেশ করে অভিযানে অংশ নেয়। অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল।

এ ব্যাপারে সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। তবে ইটভাটার মালামাল জব্দ করা হয়।