দেশের বাজারে পোকোর নতুন স্মার্টফোন ‘পোকো এম২ প্রো’

বাংলাদেশের বাজারে ‘পোকো এম২ প্রো’ মডেলের নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ৮ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি প্রসেসর সমৃদ্ধ ফোনটির সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। প্রসেসরে রয়েছে অক্টা-কোরের ক্র্যায়ো ৪৬৫ কোর এবং কোয়ালকমের অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ। অন্যদিকে গেইমিং পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে স্ন্যাপড্রাগনের এলিট গেইমিং ফিচার।

ফোনটিতে দেয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে রেজ্যুলেশন ২৪০০ বাই ১০৮০ পিক্সেল। সুরক্ষার জন্য আছে ট্রিপল কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি। আছে পি২আই ন্যানো কর্টিং প্রযুক্তি যা ডিভাইসকে যে কোন ধরনের আঁচড় ও স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেবে। এর প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ইন-স্ক্রিন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় নাইট মোডও রয়েছে।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ফোনটিতে থাকছে শাওমির কাস্টমাইজড এমআইইউআই ১২। ফলে পাওয়া যাবে নতুন অনেক ফিচার। ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম ও ৬৪ জিবির ইউএফএস২.১ স্টোরেজের সঙ্গে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। ৫০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটি গ্রিন অ্যান্ড গ্রিনার কালার ভ্যারিয়েন্টে আসছে। ৬ জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্টের ফোনটির দাম ২২,৯৯৯ টাকা। অথরাইজড স্টোরে শীঘ্রই ফোনটি পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ , ২৯ মাঘ ১৪২৭, ২৯ জমাদিউস সানি ১৪৪২

দেশের বাজারে পোকোর নতুন স্মার্টফোন ‘পোকো এম২ প্রো’

image

বাংলাদেশের বাজারে ‘পোকো এম২ প্রো’ মডেলের নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ৮ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি প্রসেসর সমৃদ্ধ ফোনটির সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। প্রসেসরে রয়েছে অক্টা-কোরের ক্র্যায়ো ৪৬৫ কোর এবং কোয়ালকমের অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ। অন্যদিকে গেইমিং পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে স্ন্যাপড্রাগনের এলিট গেইমিং ফিচার।

ফোনটিতে দেয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লে রেজ্যুলেশন ২৪০০ বাই ১০৮০ পিক্সেল। সুরক্ষার জন্য আছে ট্রিপল কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি। আছে পি২আই ন্যানো কর্টিং প্রযুক্তি যা ডিভাইসকে যে কোন ধরনের আঁচড় ও স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেবে। এর প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ইন-স্ক্রিন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় নাইট মোডও রয়েছে।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ফোনটিতে থাকছে শাওমির কাস্টমাইজড এমআইইউআই ১২। ফলে পাওয়া যাবে নতুন অনেক ফিচার। ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম ও ৬৪ জিবির ইউএফএস২.১ স্টোরেজের সঙ্গে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। ৫০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটি গ্রিন অ্যান্ড গ্রিনার কালার ভ্যারিয়েন্টে আসছে। ৬ জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্টের ফোনটির দাম ২২,৯৯৯ টাকা। অথরাইজড স্টোরে শীঘ্রই ফোনটি পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।