বিসিকে ১১ দিনের অমর একুশে মেলা

চামড়াজাত পণ্যসহ ক্ষুদ্র ও কুটিরশিল্প খাতের উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে শুরু হয়েছে ১১ দিনব্যাপী অমর একুশে মেলা। বিসিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উদযাপনে বিসিক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ও অমর একুশে উপলক্ষে এ মেলা আয়োজন করা হয়েছে। মেলা আয়োজনে ঐক্য ফাউন্ডেশন ও পিপলস ফুটওয়্যার এবং লেদার গুডস যৌথভাবে সহযোগিতা করছে।

বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনসিডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ স্কিটি প্রকৌশলী মো. শফিকুল আলম।

মেলায় ৬০টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিক, শাড়ি-কাপড়, থ্রি-পিস, মধুসহ বিভিন্ন দেশি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।

শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ , ৩০ মাঘ ১৪২৭, ৩০ জমাদিউস সানি ১৪৪২

বিসিকে ১১ দিনের অমর একুশে মেলা

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

চামড়াজাত পণ্যসহ ক্ষুদ্র ও কুটিরশিল্প খাতের উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে শুরু হয়েছে ১১ দিনব্যাপী অমর একুশে মেলা। বিসিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উদযাপনে বিসিক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ও অমর একুশে উপলক্ষে এ মেলা আয়োজন করা হয়েছে। মেলা আয়োজনে ঐক্য ফাউন্ডেশন ও পিপলস ফুটওয়্যার এবং লেদার গুডস যৌথভাবে সহযোগিতা করছে।

বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনসিডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ স্কিটি প্রকৌশলী মো. শফিকুল আলম।

মেলায় ৬০টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিক, শাড়ি-কাপড়, থ্রি-পিস, মধুসহ বিভিন্ন দেশি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।