নাটক ও উপন্যাস লেখায় ব্যস্ত রাজীব মণী

সম্প্রতি চ্যানেল নাইন এ সম্প্রচার শুরু হয়েছে রাজীব মণি দাস রচিত ধারাবাহিক নাটক ‘রং বেরঙের মানুষেরা’। নাটকটি পরিচালনা করেছে শেখ সেলিম। এছাড়া গত বৃহস্পতিবার ঈগল মিউজিক ইফটিউব চ্যানেলে রিলিজ হয়েছে তার রচিত নাটক ‘ঘরজামাই গ্রাম’ এবং সম্প্রতি রিলিজ হয়েছে তার রচিত ‘পাগলের বিয়ে’ নাটক। দুটি নাটকেরই পরিচালনা করেছেন আরএইচ সোহেল। সামনে আরও কিছু নাটক প্রচারের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন রাজীব। নাটকগুলো হলো- লোকাল গার্ডিয়ান, সুখ খোর, জামিনদার, ভাড়াটে জামাই, গ্রেট ম্যান, প্রেমিক মাস্টার, বিদেশ ফেরত জামাই, উপকারী মোটরসাইকেল, মি. প্ল্যানিং ম্যান। এদিকে আজ রাজীব মণি দাসের জন্মদিন। জন্মদিন নিয়ে তিনি বলেন, ‘করোনা আসার পর থেকে আমি সহজে ঘরের বাহিরে আসছি না, যতটুকু সম্ভব সচেতন থাকার চেষ্টা করছি। তাই জন্মদিনে তেমন কোন আয়োজন রাখিনি।’

রাজীব মণি দাস রচিত একাধিক ধারাবাহিক ও অসংখ্য খণ্ড নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। নাটক রচনার পাশাপাশি তিনি গান, কবিতা ও উপন্যাস লিখছেন নিয়মিত। তার একাধিক গল্প, উপন্যাস ও কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। শৈশবে কবি হওয়ার প্রচণ্ড ইচ্ছে থেকেই লেখালেখি শুরু করেন তিনি। সংস্কৃতি অঙ্গনের সব জায়গাতেই তার সমান আগ্রহ। শখের বসে ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন। সাহিত্য চর্চা, মঞ্চনাটকে পদচারণার মাধ্যমে রাজীবের পথচলা শুরু। কবিতা লেখার মাধ্যমে হাতেখড়ি হলেও মূলত উপন্যাস লেখাতে তিনি বেশি মনোনিবেশ করেন। পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে তিনি পত্রিকায়ও লিখে থাকেন। গত কয়েক বছর যাবত ধারাবাহিকভাবে তার রচনায় ‘তাহার জন্য আর কোন চিন্তা নাই’, সাইন্স ফিকশন উপন্যাস ‘মি. ব্রেইন’, ‘বাবা’ ও রোমান্টিক উপন্যাস ‘এক পশলা বৃষ্টি’ প্রকাশ পেয়েছে।

শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ , ৩০ মাঘ ১৪২৭, ৩০ জমাদিউস সানি ১৪৪২

নাটক ও উপন্যাস লেখায় ব্যস্ত রাজীব মণী

image

সম্প্রতি চ্যানেল নাইন এ সম্প্রচার শুরু হয়েছে রাজীব মণি দাস রচিত ধারাবাহিক নাটক ‘রং বেরঙের মানুষেরা’। নাটকটি পরিচালনা করেছে শেখ সেলিম। এছাড়া গত বৃহস্পতিবার ঈগল মিউজিক ইফটিউব চ্যানেলে রিলিজ হয়েছে তার রচিত নাটক ‘ঘরজামাই গ্রাম’ এবং সম্প্রতি রিলিজ হয়েছে তার রচিত ‘পাগলের বিয়ে’ নাটক। দুটি নাটকেরই পরিচালনা করেছেন আরএইচ সোহেল। সামনে আরও কিছু নাটক প্রচারের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন রাজীব। নাটকগুলো হলো- লোকাল গার্ডিয়ান, সুখ খোর, জামিনদার, ভাড়াটে জামাই, গ্রেট ম্যান, প্রেমিক মাস্টার, বিদেশ ফেরত জামাই, উপকারী মোটরসাইকেল, মি. প্ল্যানিং ম্যান। এদিকে আজ রাজীব মণি দাসের জন্মদিন। জন্মদিন নিয়ে তিনি বলেন, ‘করোনা আসার পর থেকে আমি সহজে ঘরের বাহিরে আসছি না, যতটুকু সম্ভব সচেতন থাকার চেষ্টা করছি। তাই জন্মদিনে তেমন কোন আয়োজন রাখিনি।’

রাজীব মণি দাস রচিত একাধিক ধারাবাহিক ও অসংখ্য খণ্ড নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। নাটক রচনার পাশাপাশি তিনি গান, কবিতা ও উপন্যাস লিখছেন নিয়মিত। তার একাধিক গল্প, উপন্যাস ও কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। শৈশবে কবি হওয়ার প্রচণ্ড ইচ্ছে থেকেই লেখালেখি শুরু করেন তিনি। সংস্কৃতি অঙ্গনের সব জায়গাতেই তার সমান আগ্রহ। শখের বসে ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন। সাহিত্য চর্চা, মঞ্চনাটকে পদচারণার মাধ্যমে রাজীবের পথচলা শুরু। কবিতা লেখার মাধ্যমে হাতেখড়ি হলেও মূলত উপন্যাস লেখাতে তিনি বেশি মনোনিবেশ করেন। পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে তিনি পত্রিকায়ও লিখে থাকেন। গত কয়েক বছর যাবত ধারাবাহিকভাবে তার রচনায় ‘তাহার জন্য আর কোন চিন্তা নাই’, সাইন্স ফিকশন উপন্যাস ‘মি. ব্রেইন’, ‘বাবা’ ও রোমান্টিক উপন্যাস ‘এক পশলা বৃষ্টি’ প্রকাশ পেয়েছে।