রাজশাহীতে ডিসি অফিস ঘেরাও কৃষক সমিতি

বন্ধ করে দেয়া রাষ্ট্রায়ত্ত পাট ও চিনিকল চালুসহ অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন রোধ করে কৃষি এবং কৃষকদের বাঁচানোর দাবিতে রাজশাহী জেলা প্রশাসকের অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনও করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলা কমিটির সভাপতি কয়েস উদ্দীন। বক্তব্য দেন- কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য এ্যাড. এন্তাজুল হক বাবু, আব্দুল মতিন, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য ফরজ আলী, আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান, আদিবাসী নেতা রবিন্দ্রনাথ সরেন, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, হজরত আলী প্রমুখ। সমাবেশ শেষে কৃষি ও কৃষক বাঁচানোর দাবিতে রাজশাহী জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

রাজশাহীতে ডিসি অফিস ঘেরাও কৃষক সমিতি

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

বন্ধ করে দেয়া রাষ্ট্রায়ত্ত পাট ও চিনিকল চালুসহ অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন রোধ করে কৃষি এবং কৃষকদের বাঁচানোর দাবিতে রাজশাহী জেলা প্রশাসকের অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনও করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলা কমিটির সভাপতি কয়েস উদ্দীন। বক্তব্য দেন- কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য এ্যাড. এন্তাজুল হক বাবু, আব্দুল মতিন, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য ফরজ আলী, আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান, আদিবাসী নেতা রবিন্দ্রনাথ সরেন, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, হজরত আলী প্রমুখ। সমাবেশ শেষে কৃষি ও কৃষক বাঁচানোর দাবিতে রাজশাহী জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়।