‘ডিকশনারি’র প্রিমিয়ার

অনুপম খেরের সঙ্গে দেখা হলো মোশাররফ করিমের

গত শুক্রবার কলকাতায় মুক্তি পেলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে চলচ্চিত্র ‘ডিকশনারি’। সম্পর্কের অজানা অভিধান নিয়ে বুদ্ধদেব গুহ’র ছোট গল্প অবলম্বনে ব্র্যাত্য বসু নির্মাণ করেছেন সিনেমা ‘ডিকশনারি’। এর প্রিমিয়ারে অংশ নিতে গত ১০ ফেব্রুয়ারি স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতা গিয়েছিলেন মোশাররফ করিম। পরের দিন অর্থাৎ ‘ডিকশনারি’ মুক্তির প্রথম দিনে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্র্যাত্য বসুর সঙ্গে অংশ নেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। সেখানে অংশ নিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা অনুপম খের। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এক ফাঁকে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুপম খের। এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে অনুপম

খের’র মতো একজন বড় অভিনেতার সঙ্গে দেখা হয়ে ভালোলেগেছে। তবে যতোটুকু সময় তারসঙ্গে কথা হয়েছে অনেক ভালোলেগেছে। দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে তিনি এবং আমাদের গুণী অভিনেতা শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাই একই সময়ে পড়াশোনা করেছেন বিধায় তারিক ভাইয়ের সঙ্গে তার বেশ ভালো পরিচয় আছে। তিনি তারিক ভাইকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন। দুই বাংলার সিনেমা প্রসঙ্গেও টুকটাক কথা হয়েছে। সব মিলিয়ে ভালোই কেটেছে সময়টা। আর ডিকশনারির প্রিমিয়ার শো’তে সবাই সিনেমাটির বিষয়য়ে খুব আশাবাদী এবং উচ্ছ্বসিত।’ এদিকে গতকাল সকালের ফ্লাইটেই কলকাতা থেকে দেশে ফিরেছেন মোশাররফ করিম ও জুঁই। দেশে ফিরেই মোশাররফ করিম মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় একটি নাটকের শুটিং-এ অংশ নেন। এতে মোশাররফ করিমের বিপরীতে আছেন তানিয়া বৃষ্টি।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

‘ডিকশনারি’র প্রিমিয়ার

অনুপম খেরের সঙ্গে দেখা হলো মোশাররফ করিমের

বিনোদন প্রতিবেদক |

image

গত শুক্রবার কলকাতায় মুক্তি পেলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে চলচ্চিত্র ‘ডিকশনারি’। সম্পর্কের অজানা অভিধান নিয়ে বুদ্ধদেব গুহ’র ছোট গল্প অবলম্বনে ব্র্যাত্য বসু নির্মাণ করেছেন সিনেমা ‘ডিকশনারি’। এর প্রিমিয়ারে অংশ নিতে গত ১০ ফেব্রুয়ারি স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতা গিয়েছিলেন মোশাররফ করিম। পরের দিন অর্থাৎ ‘ডিকশনারি’ মুক্তির প্রথম দিনে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্র্যাত্য বসুর সঙ্গে অংশ নেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। সেখানে অংশ নিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা অনুপম খের। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এক ফাঁকে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুপম খের। এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে অনুপম

খের’র মতো একজন বড় অভিনেতার সঙ্গে দেখা হয়ে ভালোলেগেছে। তবে যতোটুকু সময় তারসঙ্গে কথা হয়েছে অনেক ভালোলেগেছে। দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে তিনি এবং আমাদের গুণী অভিনেতা শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাই একই সময়ে পড়াশোনা করেছেন বিধায় তারিক ভাইয়ের সঙ্গে তার বেশ ভালো পরিচয় আছে। তিনি তারিক ভাইকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন। দুই বাংলার সিনেমা প্রসঙ্গেও টুকটাক কথা হয়েছে। সব মিলিয়ে ভালোই কেটেছে সময়টা। আর ডিকশনারির প্রিমিয়ার শো’তে সবাই সিনেমাটির বিষয়য়ে খুব আশাবাদী এবং উচ্ছ্বসিত।’ এদিকে গতকাল সকালের ফ্লাইটেই কলকাতা থেকে দেশে ফিরেছেন মোশাররফ করিম ও জুঁই। দেশে ফিরেই মোশাররফ করিম মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় একটি নাটকের শুটিং-এ অংশ নেন। এতে মোশাররফ করিমের বিপরীতে আছেন তানিয়া বৃষ্টি।