ভালোবাসা দিবসেই নিশীতার ‘আহা ভালোবাসা’

সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়া আবারও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মৌলিক গান গাইলেন। ‘আহা ভালোবাসা’ গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। গানের সুর করেছেন নিশীথ সূর্য এবং সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। নিশীতা জানান গানটি নীশিত সূর্যের ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ হবে। এর আগে নিশীতা চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গানগুলো কাভার সং হিসেবে গেয়েছেন। তবে কিছুদিন বিরতির পর তিনি আবারও মৌলিক গান গাইলেন। গানটি প্রসঙ্গে নিশীতা বড়ুয়া বলেন, ‘গানটা যতবারই শুনি আমার নিজের ততবারই ভালোলাগে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। আর এটা অবশ্যই আমার জন্য অবশ্যই অনেক বড় আশীর্বাদ যে শ্রদ্ধেয় শহীদু মাহমুদ জঙ্গী ভাই আমার জন্য একটি গান লিখেছেন, তাও আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষার। আমার মৌলিক গানের হিসেবের খাতায় এই গানটিও সম্পৃক্ত হয়েগেলো, এটাও আসলে অন্যরকম ভালো লাগার। ভালোবাসা দিবসে আমার ভক্ত দর্শকের জন্য এটা উপহার হিসেবেই থাকছে।’ এর আগে নিশীতা আশিক বন্ধুর কথায় এবং সুমন কল্যাণের সুর সঙ্গীতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান ‘সামাজিক সম্প্রীতি’ গেয়েছেন।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

ভালোবাসা দিবসেই নিশীতার ‘আহা ভালোবাসা’

বিনোদন প্রতিবেদক |

image

সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়া আবারও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মৌলিক গান গাইলেন। ‘আহা ভালোবাসা’ গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। গানের সুর করেছেন নিশীথ সূর্য এবং সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। নিশীতা জানান গানটি নীশিত সূর্যের ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ হবে। এর আগে নিশীতা চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গানগুলো কাভার সং হিসেবে গেয়েছেন। তবে কিছুদিন বিরতির পর তিনি আবারও মৌলিক গান গাইলেন। গানটি প্রসঙ্গে নিশীতা বড়ুয়া বলেন, ‘গানটা যতবারই শুনি আমার নিজের ততবারই ভালোলাগে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। আর এটা অবশ্যই আমার জন্য অবশ্যই অনেক বড় আশীর্বাদ যে শ্রদ্ধেয় শহীদু মাহমুদ জঙ্গী ভাই আমার জন্য একটি গান লিখেছেন, তাও আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষার। আমার মৌলিক গানের হিসেবের খাতায় এই গানটিও সম্পৃক্ত হয়েগেলো, এটাও আসলে অন্যরকম ভালো লাগার। ভালোবাসা দিবসে আমার ভক্ত দর্শকের জন্য এটা উপহার হিসেবেই থাকছে।’ এর আগে নিশীতা আশিক বন্ধুর কথায় এবং সুমন কল্যাণের সুর সঙ্গীতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান ‘সামাজিক সম্প্রীতি’ গেয়েছেন।