মায়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ধরপাকড় বাড়ছে

মায়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। টানা অষ্টম দিনেও সামরিক জান্তার বিরুদ্ধে রাজপথে নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। চলমান বিক্ষোভে অভ্যুত্থানবিরোধীদের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রয়টার্স

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত গণতন্ত্রপন্থি সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মায়ানমারে ব্যাপক বিক্ষোভ চলছে। রাজপথে নেমে আসছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর হয়ে উঠছে। সেনা অভ্যুত্থানের দিনেই নির্বাচিত নেত্রী অং সান সু চি প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন নেতাদের গ্রেপ্তারের পর বহু বিক্ষোভকারীকেও আটক করা হয়।

দেশটির বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ হয়। রাজধানী নেপিদো, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও অন্যান্য শহরেও বিক্ষোভ করছে অভ্যুত্থানবিরোধীরা। গত কয়েক দিনে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের প্রতিবাদও করছেন অনেকে।

রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ , ৩১ মাঘ ১৪২৭, ৩১ জমাদিউস সানি ১৪৪২

মায়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ধরপাকড় বাড়ছে

মায়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। টানা অষ্টম দিনেও সামরিক জান্তার বিরুদ্ধে রাজপথে নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। চলমান বিক্ষোভে অভ্যুত্থানবিরোধীদের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রয়টার্স

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত গণতন্ত্রপন্থি সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মায়ানমারে ব্যাপক বিক্ষোভ চলছে। রাজপথে নেমে আসছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর হয়ে উঠছে। সেনা অভ্যুত্থানের দিনেই নির্বাচিত নেত্রী অং সান সু চি প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন নেতাদের গ্রেপ্তারের পর বহু বিক্ষোভকারীকেও আটক করা হয়।

দেশটির বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ হয়। রাজধানী নেপিদো, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও অন্যান্য শহরেও বিক্ষোভ করছে অভ্যুত্থানবিরোধীরা। গত কয়েক দিনে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের প্রতিবাদও করছেন অনেকে।