সৈয়দ নজরুল হাসপাতালে জনবল সংকট

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল চলছে প্রায় অর্ধেক জনবল দিয়ে। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ডাক্তারের পদ শূন্য আছে ৫৮ ভাগ, আর নার্সের পদ শূন্য আছে ৩৯ ভাগ।

হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক জানিয়েছেন, এই হাসপাতালে ডাক্তারের পদ আছে ১১৬টি। কিন্তু পদায়ন হয়েছে ৪৮ জনের। শূন্য আছে ৬৮টি পদ। আবার ডাক্তারের ১১৬টি পদের মধ্যে মেডিক্যাল অফিসার, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার এবং সহকারী সার্জনের পদ ৫৫টি। এই ৫৫টি পদের বিপরীতে পদায়ন হয়েছে ২২ জনের, শূন্য আছে ৩৩টি পদ। অন্যদিকে এই হাসপাতালে নার্সের পদ আছে ৩৪৩টি। কিন্তু শূন্য আছে ১৩৩টি পদ।

প্রায় ৩২ লাখ জনসংখ্যার এ জেলার প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতালে এত বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক মনে করছেন, শূন্য পদগুলো পূরণ হলে এই হাসপাতালটি তার পুরো সক্ষমতা দিয়ে স্বাস্থ্যসেবা দিতে সমর্থ হবে

আরও খবর
ইজারা ছাড়াই আড়িয়ালখাঁর বালুতে ভরাট শত শত একর
অষ্টগ্রামে ৩ বছরে ১৮ হাজার একর জমি সেচের আওতায়
নোয়াখালীর সিআইডির জালে ৩ প্রতারক
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে বিপাকে মা
মহেশপুরে নিম্নমানের ইট-বালিতে সড়ক
শরণখোলায় ফের একরাতে ৬ গরু চুরি
রিপোর্ট পছন্দের ক্লিনিকের না : ছুড়ে ফেললেন ডাক্তার
সিরাজগঞ্জে ৫টি চোরাই বাইকসহ আটক তিন
তুলশীগঙ্গার মাটি চুরি : যন্ত্র জব্দ
বঙ্গবন্ধুর জম্মশতবর্ষে গোপালগঞ্জে ‘ঢাকা ম্যারাথন’ আজ
শ্রীপুরে চোখ জুড়ানো টিউলিপ বাগানে কৃষিমন্ত্রী
কুলিয়ারচরে সেতু বিধ্বস্ত : যান চলাচল বন্ধ!
ইএফটির ফরম পূরণে শিক্ষা ও হিসাব কর্মকর্তার বাণিজ্য!

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

সৈয়দ নজরুল হাসপাতালে জনবল সংকট

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল চলছে প্রায় অর্ধেক জনবল দিয়ে। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ডাক্তারের পদ শূন্য আছে ৫৮ ভাগ, আর নার্সের পদ শূন্য আছে ৩৯ ভাগ।

হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক জানিয়েছেন, এই হাসপাতালে ডাক্তারের পদ আছে ১১৬টি। কিন্তু পদায়ন হয়েছে ৪৮ জনের। শূন্য আছে ৬৮টি পদ। আবার ডাক্তারের ১১৬টি পদের মধ্যে মেডিক্যাল অফিসার, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার এবং সহকারী সার্জনের পদ ৫৫টি। এই ৫৫টি পদের বিপরীতে পদায়ন হয়েছে ২২ জনের, শূন্য আছে ৩৩টি পদ। অন্যদিকে এই হাসপাতালে নার্সের পদ আছে ৩৪৩টি। কিন্তু শূন্য আছে ১৩৩টি পদ।

প্রায় ৩২ লাখ জনসংখ্যার এ জেলার প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতালে এত বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক মনে করছেন, শূন্য পদগুলো পূরণ হলে এই হাসপাতালটি তার পুরো সক্ষমতা দিয়ে স্বাস্থ্যসেবা দিতে সমর্থ হবে