মহেশপুরে নিম্নমানের ইট-বালিতে সড়ক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঁকিলাদাড়ি গ্রামের মণ্ডলপাড়ায় কাবিখা প্রকল্পের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজে নিম্নমানের ইট ও বালি ব্যবহারের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, এসবিকে ইউপির কাকিলাদাড়ি গ্রামের এই রাস্তাটি কাঁচা থাকায় বর্ষাকালে চলাচলে গ্রামবাসীকে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয়। রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। প্রকল্প কমিটির সভাপতি ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রকিমুজ্জামান বিপলু নিম্নমানের ইট ও বালি ব্যবহার করে এই কাজ সম্পন্ন করেছেন। পিআইও অফিসের প্রকৌশলী বেনজামিম জানান, কাজটি নিম্নমানের হচ্ছে এমন সংবাদ পেয়ে তিনি কাজটি বন্ধ করার নির্দেশ দিলেও বিপলু কাজটি সম্পন্ন করেছে। বিপলু মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি নন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরণ করেন।

এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান বলেন, নিম্নমানে ইট ও বালি ব্যবহার করার বিষয়টি মেম্বারকে অবহিত করলেও মেম্বার বিপলু তার কথায় কর্ণপাত করেনি।

image
আরও খবর
ইজারা ছাড়াই আড়িয়ালখাঁর বালুতে ভরাট শত শত একর
অষ্টগ্রামে ৩ বছরে ১৮ হাজার একর জমি সেচের আওতায়
সৈয়দ নজরুল হাসপাতালে জনবল সংকট
নোয়াখালীর সিআইডির জালে ৩ প্রতারক
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে বিপাকে মা
শরণখোলায় ফের একরাতে ৬ গরু চুরি
রিপোর্ট পছন্দের ক্লিনিকের না : ছুড়ে ফেললেন ডাক্তার
সিরাজগঞ্জে ৫টি চোরাই বাইকসহ আটক তিন
তুলশীগঙ্গার মাটি চুরি : যন্ত্র জব্দ
বঙ্গবন্ধুর জম্মশতবর্ষে গোপালগঞ্জে ‘ঢাকা ম্যারাথন’ আজ
শ্রীপুরে চোখ জুড়ানো টিউলিপ বাগানে কৃষিমন্ত্রী
কুলিয়ারচরে সেতু বিধ্বস্ত : যান চলাচল বন্ধ!
ইএফটির ফরম পূরণে শিক্ষা ও হিসাব কর্মকর্তার বাণিজ্য!

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

মহেশপুরে নিম্নমানের ইট-বালিতে সড়ক

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

image

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঁকিলাদাড়ি গ্রামের মণ্ডলপাড়ায় কাবিখা প্রকল্পের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজে নিম্নমানের ইট ও বালি ব্যবহারের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, এসবিকে ইউপির কাকিলাদাড়ি গ্রামের এই রাস্তাটি কাঁচা থাকায় বর্ষাকালে চলাচলে গ্রামবাসীকে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয়। রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। প্রকল্প কমিটির সভাপতি ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রকিমুজ্জামান বিপলু নিম্নমানের ইট ও বালি ব্যবহার করে এই কাজ সম্পন্ন করেছেন। পিআইও অফিসের প্রকৌশলী বেনজামিম জানান, কাজটি নিম্নমানের হচ্ছে এমন সংবাদ পেয়ে তিনি কাজটি বন্ধ করার নির্দেশ দিলেও বিপলু কাজটি সম্পন্ন করেছে। বিপলু মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি নন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ আচরণ করেন।

এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান বলেন, নিম্নমানে ইট ও বালি ব্যবহার করার বিষয়টি মেম্বারকে অবহিত করলেও মেম্বার বিপলু তার কথায় কর্ণপাত করেনি।