শরণখোলায় ফের একরাতে ৬ গরু চুরি

গরু চোরদের জন্য নিরাপদ রুট হিসেবে আলোচিত বাগেরহাটে কৃষকের গোয়াল ঘর থেকে আবারও ৬টি গরু চুরি হয়েছে। আর এ ঘটনাটি হয়েছে জেলার শরণখোলা উপজেলার ছোট নলবুনিয়া গ্রামে। গত শুক্রবার দিনগত রাতের যে কোন সময় কৃষক আফাংগ ফকিরের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়ে গেছে। শরণখোলা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধারসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের মো. রতন আলী ফকিরের ছেলে হত দরিদ্র কৃষক আফাংগ ফকির প্রতিদিনের ন্যায় তার ৬টি গরু গোয়ালে বেঁধে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার গরুগুলি গোয়ালে না দেখে দিশেহারা হয়ে পড়েন। কে বা কারা তার গরু চুরি করে নিয়ে গেছে। বিষয়টি শরনখোলা থানা পুলিশ কে জানালে থানার এসআই আমির হোসন সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। গরুগুলো বর্তমানে আনুমানিক মূল্য ৩ লাখ টাকার বেশি। এসআই আমির হোসেন জানান, তিনি ওই বাড়ি পরিদর্শন করেছেন। কৃষকের চুরি যাওয়া ৬টি গরু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

আরও খবর
ইজারা ছাড়াই আড়িয়ালখাঁর বালুতে ভরাট শত শত একর
অষ্টগ্রামে ৩ বছরে ১৮ হাজার একর জমি সেচের আওতায়
সৈয়দ নজরুল হাসপাতালে জনবল সংকট
নোয়াখালীর সিআইডির জালে ৩ প্রতারক
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে বিপাকে মা
মহেশপুরে নিম্নমানের ইট-বালিতে সড়ক
রিপোর্ট পছন্দের ক্লিনিকের না : ছুড়ে ফেললেন ডাক্তার
সিরাজগঞ্জে ৫টি চোরাই বাইকসহ আটক তিন
তুলশীগঙ্গার মাটি চুরি : যন্ত্র জব্দ
বঙ্গবন্ধুর জম্মশতবর্ষে গোপালগঞ্জে ‘ঢাকা ম্যারাথন’ আজ
শ্রীপুরে চোখ জুড়ানো টিউলিপ বাগানে কৃষিমন্ত্রী
কুলিয়ারচরে সেতু বিধ্বস্ত : যান চলাচল বন্ধ!
ইএফটির ফরম পূরণে শিক্ষা ও হিসাব কর্মকর্তার বাণিজ্য!

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

শরণখোলায় ফের একরাতে ৬ গরু চুরি

প্রতিনিধি, বাগেরহাট

গরু চোরদের জন্য নিরাপদ রুট হিসেবে আলোচিত বাগেরহাটে কৃষকের গোয়াল ঘর থেকে আবারও ৬টি গরু চুরি হয়েছে। আর এ ঘটনাটি হয়েছে জেলার শরণখোলা উপজেলার ছোট নলবুনিয়া গ্রামে। গত শুক্রবার দিনগত রাতের যে কোন সময় কৃষক আফাংগ ফকিরের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়ে গেছে। শরণখোলা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধারসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের মো. রতন আলী ফকিরের ছেলে হত দরিদ্র কৃষক আফাংগ ফকির প্রতিদিনের ন্যায় তার ৬টি গরু গোয়ালে বেঁধে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার গরুগুলি গোয়ালে না দেখে দিশেহারা হয়ে পড়েন। কে বা কারা তার গরু চুরি করে নিয়ে গেছে। বিষয়টি শরনখোলা থানা পুলিশ কে জানালে থানার এসআই আমির হোসন সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। গরুগুলো বর্তমানে আনুমানিক মূল্য ৩ লাখ টাকার বেশি। এসআই আমির হোসেন জানান, তিনি ওই বাড়ি পরিদর্শন করেছেন। কৃষকের চুরি যাওয়া ৬টি গরু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।