বঙ্গবন্ধুর জম্মশতবর্ষে গোপালগঞ্জে ‘ঢাকা ম্যারাথন’ আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত দেশব্যাপী ঢাকা ম্যারাথনের অংশ হিসেবে আজ গোপালগঞ্জ সদর উপজেলায় সাড়ে ৩ হাজার নারী-পুরুষ প্রতিযোগীর অংশগ্রহণে ৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হবে।

ম্যারাথনের সমন্বয়কারী ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ গতকাল রোববার গোপালগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, ১৫ ফেব্রুয়রি বিকেল ৩টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে ম্যারাথনের উদ্বোধন করবেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। উদ্বোধন ৫ কিলোমিটার অতিক্রম করে শহরের শেখ কামাল স্টেডিয়ামে এসে শেষ হবে।

ম্যরাথন শেষে স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ১৪ ইস্ট বেঙ্গলের লেঃ কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন। ১৫ বছর থেকে শুরু করে তদূর্ধ্ব যে কোন বয়সের মানুষ রেজিস্ট্রেশন করে এই ম্যারাথনে অংশ নিতে পারবেন।

এ পর্যন্ত পুরো জেলায় সাড়ে ৩ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

বঙ্গবন্ধুর জম্মশতবর্ষে গোপালগঞ্জে ‘ঢাকা ম্যারাথন’ আজ

নিজম্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত দেশব্যাপী ঢাকা ম্যারাথনের অংশ হিসেবে আজ গোপালগঞ্জ সদর উপজেলায় সাড়ে ৩ হাজার নারী-পুরুষ প্রতিযোগীর অংশগ্রহণে ৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হবে।

ম্যারাথনের সমন্বয়কারী ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ গতকাল রোববার গোপালগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, ১৫ ফেব্রুয়রি বিকেল ৩টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে ম্যারাথনের উদ্বোধন করবেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। উদ্বোধন ৫ কিলোমিটার অতিক্রম করে শহরের শেখ কামাল স্টেডিয়ামে এসে শেষ হবে।

ম্যরাথন শেষে স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ১৪ ইস্ট বেঙ্গলের লেঃ কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন। ১৫ বছর থেকে শুরু করে তদূর্ধ্ব যে কোন বয়সের মানুষ রেজিস্ট্রেশন করে এই ম্যারাথনে অংশ নিতে পারবেন।

এ পর্যন্ত পুরো জেলায় সাড়ে ৩ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।