কুলিয়ারচরে সেতু বিধ্বস্ত : যান চলাচল বন্ধ!

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া মঠ হইতে খিদিরপুর চকবাজার রাস্তার দক্ষিণ সালুয়া পূর্বপাড়া নামক স্থানে একটি ব্রিজের মাঝখানে অনেকটা জায়গা ধসে পড়ায় যান চলাচলে যেমন বিঘœ ঘটছে তেমনি দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

এ ব্রিজ দিয়ে মালবাহী ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বেশ কয়েক গ্রামের মানুষ। দেখার কেউ না থাকায় অনেক দিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরে আছে ব্রিজটি।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তার ওপর তৈরিকৃত এ ব্রিজটির উপর দিয়ে উপজেলার সালুয়া, ফরিদপুর ও ছয়সূতী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শতশত লোকসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে থাকে। ব্রিজের মাঝখানে ভেঙে যাওয়ায় হুমকির মুখে পরেছে যাতায়ত ব্যবস্থা।

প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক যানবাহন চলাচল করতো। ব্রিজটির মাঝখানে ভেঙে যাওয়ায় কেউ কেউ ঝুঁকি নিয়ে ইজি বাইক, রিকশা, বিভাটেক পারাপার করতে পারলেও বড় ধরনের কোন গাড়িসহ মালবাহী কিংবা রোগীর গাড়ি পারাপার করা সম্ভব না হওয়ায় এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

এলাকাবাসী ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

কুলিয়ারচরে সেতু বিধ্বস্ত : যান চলাচল বন্ধ!

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

image

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া মঠ হইতে খিদিরপুর চকবাজার রাস্তার দক্ষিণ সালুয়া পূর্বপাড়া নামক স্থানে একটি ব্রিজের মাঝখানে অনেকটা জায়গা ধসে পড়ায় যান চলাচলে যেমন বিঘœ ঘটছে তেমনি দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

এ ব্রিজ দিয়ে মালবাহী ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বেশ কয়েক গ্রামের মানুষ। দেখার কেউ না থাকায় অনেক দিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরে আছে ব্রিজটি।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তার ওপর তৈরিকৃত এ ব্রিজটির উপর দিয়ে উপজেলার সালুয়া, ফরিদপুর ও ছয়সূতী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শতশত লোকসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে থাকে। ব্রিজের মাঝখানে ভেঙে যাওয়ায় হুমকির মুখে পরেছে যাতায়ত ব্যবস্থা।

প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক যানবাহন চলাচল করতো। ব্রিজটির মাঝখানে ভেঙে যাওয়ায় কেউ কেউ ঝুঁকি নিয়ে ইজি বাইক, রিকশা, বিভাটেক পারাপার করতে পারলেও বড় ধরনের কোন গাড়িসহ মালবাহী কিংবা রোগীর গাড়ি পারাপার করা সম্ভব না হওয়ায় এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

এলাকাবাসী ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।