আজ জাহাঙ্গীর দীপা ও স্বাগতার ত্রিভুজ প্রেমের ‘প্রতিদান’

আজ সন্ধ্যা ৭টায় চ্যানেল নাইনে প্রচার হবে ভালোবাসা দিবসের নাটক ‘প্রতিদান’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন রলিন রহমান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর, দীপা খন্দকার, স্বাগতা, এসএম কামরুল বাহার, সাজ্জাদ। ত্রিভুজ প্রেমের গল্পের এই নাটকে দেখা যাবে- দীপা চাকরি করতে যায় হাসান জাহাঙ্গীরে এর অফিসে। কিন্তু ইন্টারভিউ না দিয়ে চলে আসতে চাইলে দীপাকেই চাকরির এপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয় হাসান। হতভম্ব হয়ে দীপা বলেন, চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। হাসান বলেন, আমারও প্রয়োজন ছিল তোমাকে। অবাক হয় দীপা। অপরদিকে স্বাগতা ভালোবাসে হাসানকে। তবে প্রেমিকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াই স্বাগতার প্রেম ভালোবাসা।

নাটক প্রসঙ্গে বলতে গিয়ে হাসান জাহাঙ্গীর জানান, এখন থেকে একক নাটকে তাকে বেশি দেখা যাবে। মাছরাঙ্গা টিভিতে রেজওয়ান খানের রচনায় ও কায়সার আহমেদের পরিচালনায় প্রচার হচ্ছে হাসান জাহাঙ্গীর অভিনিত ধারাবাহিক নাটক চান বিরানি। বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক চাপাবাজ। খুব শীঘ্রই প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক চিটার। মার্চ মাস থেকে একসাথে দুটি বড় সিরিয়ালের শুটিং করবেন বলে জানান হাসান জাহাঙ্গীর। পাশাপাশি আগামী ঈদকে কেন্দ্র করে। একক নাটক। ৭ পর্বের সিরিয়াল নিয়ে ব্যস্ত হবেন বলে জানালেন। এছাড়া এর মধ্যে শেষ করেছেন। একটি টিভিসির কাজ ও একটি ওয়েব সিরিজের কাজ। খুব শীঘ্রই এগুলো প্রচারে আসবে।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

আজ জাহাঙ্গীর দীপা ও স্বাগতার ত্রিভুজ প্রেমের ‘প্রতিদান’

বিনোদন প্রতিবেদক |

image

আজ সন্ধ্যা ৭টায় চ্যানেল নাইনে প্রচার হবে ভালোবাসা দিবসের নাটক ‘প্রতিদান’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন রলিন রহমান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর, দীপা খন্দকার, স্বাগতা, এসএম কামরুল বাহার, সাজ্জাদ। ত্রিভুজ প্রেমের গল্পের এই নাটকে দেখা যাবে- দীপা চাকরি করতে যায় হাসান জাহাঙ্গীরে এর অফিসে। কিন্তু ইন্টারভিউ না দিয়ে চলে আসতে চাইলে দীপাকেই চাকরির এপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয় হাসান। হতভম্ব হয়ে দীপা বলেন, চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। হাসান বলেন, আমারও প্রয়োজন ছিল তোমাকে। অবাক হয় দীপা। অপরদিকে স্বাগতা ভালোবাসে হাসানকে। তবে প্রেমিকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াই স্বাগতার প্রেম ভালোবাসা।

নাটক প্রসঙ্গে বলতে গিয়ে হাসান জাহাঙ্গীর জানান, এখন থেকে একক নাটকে তাকে বেশি দেখা যাবে। মাছরাঙ্গা টিভিতে রেজওয়ান খানের রচনায় ও কায়সার আহমেদের পরিচালনায় প্রচার হচ্ছে হাসান জাহাঙ্গীর অভিনিত ধারাবাহিক নাটক চান বিরানি। বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক চাপাবাজ। খুব শীঘ্রই প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক চিটার। মার্চ মাস থেকে একসাথে দুটি বড় সিরিয়ালের শুটিং করবেন বলে জানান হাসান জাহাঙ্গীর। পাশাপাশি আগামী ঈদকে কেন্দ্র করে। একক নাটক। ৭ পর্বের সিরিয়াল নিয়ে ব্যস্ত হবেন বলে জানালেন। এছাড়া এর মধ্যে শেষ করেছেন। একটি টিভিসির কাজ ও একটি ওয়েব সিরিজের কাজ। খুব শীঘ্রই এগুলো প্রচারে আসবে।