মাদকবাহী ট্রাক র‌্যাব সদস্যকে চাপা দিয়ে হত্যা করে

চালক-হেলপার ট্রাক ফেলে পালায়

মাদক কারবারিরা ট্রাক চাপা নিয়ে ইদ্রিস আলী নামে এক র‌্যাব সদস্যকে হত্যা করেছে। গতকাল মাদকবিরোধী অভিযানে র‌্যাবের একটি চেকপোস্টে ভোর সাড়ে ৫টায় গাজীপুরের টঙ্গিতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই মাদকবহনকারী ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান গাজীপুরের মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে। র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহজনক একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড-১৪-৩৫৮১) চেকপোস্টে থামার জন্য সংকেত দেয়া হয় কিন্তু ট্রাকটি সিগন্যাল অমান্য করে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব সদস্য কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা (২৮) ও সিনিয়র ডিএডি মো. গোলাম মোস্তফা মোটরসাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাগের বাজার পৌঁছে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার উপরে ফেলে ধাওয়ারত র‌্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে।

র‌্যাব জানায়, এমন অবস্থয় ডিএডি মো. গোলাম মোস্তফাকে রেখে মোটরসাইকেল চালক কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা একাই ট্রাকের পিছনে অনুসরণ করে এবং তার পিছনে র‌্যাবের একটি মাইক্রোবাস ট্রাককে পিছন থেকে অনুসরণ করতে থাকে। মোটরসাইকেল নিয়ে কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরির বিপরীতে ৫ থেকে ৬ কি. মি. এসে ট্রাকটির গতিরোধ করতে চেষ্টা করে। মাদক বহনকারী ট্রাক চালক কনস্টেবল মো. ইদ্রিস মোল্লাকে হত্যার উদ্দেশে ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা মৃত্যুবরণ করেন মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘাতক ট্রাকটি ভালুকার সিডস্টোর এলাকা থেকে জব্দ করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মাদক বহনকারী ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকের অভিযান চলমান রয়েছে।

র‌্যাব জানায়, কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা ১৯৯২ সালের গত ২৬ জুন মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন কেল্লাই গ্রামে জন্মগ্রহণ করে। গত ২০১১ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে (চাকরি কাল ৯ বছর ১ মাস ২২ দিন)। ২০১৯ সালের ৩০ মে বাংলাদেশ পুলিশ বাহিনী হতে প্রেষণে র‌্যাবে যোগদান করে। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত। র‌্যাবের পক্ষ হতে শহীদ মো. ইদ্রিস মোল্লার স্ত্রীকে ১ লাখ) টাকা এবং পিতাকে ৫০হাজার টাকা প্রদান করা হচ্ছে। উল্লেখ অভিযান চলাকালীন র‌্যাবের ২৭ জন সদস্য শহীদ হয়েছেন এবং অভিযান চলাকালে ২২ জন সদস্য গুলিবিদ্ধ হন। এছাড়াও অভিযান চলাকালে গুরুত্বর আহত হয়েছেন পাঁচ শতাধিক র‌্যাব সদস্য। এভাবেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনজীবনে শান্তি প্রতিষ্ঠায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে র‌্যাব।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

সিগন্যাল অমান্য করে

মাদকবাহী ট্রাক র‌্যাব সদস্যকে চাপা দিয়ে হত্যা করে

চালক-হেলপার ট্রাক ফেলে পালায়

নিজস্ব বার্তা পরিবেশক |

মাদক কারবারিরা ট্রাক চাপা নিয়ে ইদ্রিস আলী নামে এক র‌্যাব সদস্যকে হত্যা করেছে। গতকাল মাদকবিরোধী অভিযানে র‌্যাবের একটি চেকপোস্টে ভোর সাড়ে ৫টায় গাজীপুরের টঙ্গিতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই মাদকবহনকারী ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান গাজীপুরের মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে। র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহজনক একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড-১৪-৩৫৮১) চেকপোস্টে থামার জন্য সংকেত দেয়া হয় কিন্তু ট্রাকটি সিগন্যাল অমান্য করে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব সদস্য কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা (২৮) ও সিনিয়র ডিএডি মো. গোলাম মোস্তফা মোটরসাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাগের বাজার পৌঁছে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার উপরে ফেলে ধাওয়ারত র‌্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে।

র‌্যাব জানায়, এমন অবস্থয় ডিএডি মো. গোলাম মোস্তফাকে রেখে মোটরসাইকেল চালক কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা একাই ট্রাকের পিছনে অনুসরণ করে এবং তার পিছনে র‌্যাবের একটি মাইক্রোবাস ট্রাককে পিছন থেকে অনুসরণ করতে থাকে। মোটরসাইকেল নিয়ে কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরির বিপরীতে ৫ থেকে ৬ কি. মি. এসে ট্রাকটির গতিরোধ করতে চেষ্টা করে। মাদক বহনকারী ট্রাক চালক কনস্টেবল মো. ইদ্রিস মোল্লাকে হত্যার উদ্দেশে ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা মৃত্যুবরণ করেন মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘাতক ট্রাকটি ভালুকার সিডস্টোর এলাকা থেকে জব্দ করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মাদক বহনকারী ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকের অভিযান চলমান রয়েছে।

র‌্যাব জানায়, কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা ১৯৯২ সালের গত ২৬ জুন মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন কেল্লাই গ্রামে জন্মগ্রহণ করে। গত ২০১১ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে (চাকরি কাল ৯ বছর ১ মাস ২২ দিন)। ২০১৯ সালের ৩০ মে বাংলাদেশ পুলিশ বাহিনী হতে প্রেষণে র‌্যাবে যোগদান করে। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত। র‌্যাবের পক্ষ হতে শহীদ মো. ইদ্রিস মোল্লার স্ত্রীকে ১ লাখ) টাকা এবং পিতাকে ৫০হাজার টাকা প্রদান করা হচ্ছে। উল্লেখ অভিযান চলাকালীন র‌্যাবের ২৭ জন সদস্য শহীদ হয়েছেন এবং অভিযান চলাকালে ২২ জন সদস্য গুলিবিদ্ধ হন। এছাড়াও অভিযান চলাকালে গুরুত্বর আহত হয়েছেন পাঁচ শতাধিক র‌্যাব সদস্য। এভাবেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনজীবনে শান্তি প্রতিষ্ঠায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে র‌্যাব।