প্রথম বাংলাদেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম ভিওবি’র যাত্রা শুরু

ভিন্ন ভিন্ন খাতের অগ্রদূতদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভ্যালর অব বাংলাদেশ (ভিওবি)। এটি প্রথম বাংলাদেশী নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম। সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। ভিওবি মূলত লাইট হাউজ বাংলাদেশের একটি উদ্যোগ। এটি বিভিন্ন খাতের অগ্রদূত, করপোরেট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের মধ্যে গঠনমূলক সংলাপ অনুষ্ঠানে ভূমিকা রাখবে। এর লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্তরের সমস্যা ও অগ্রাধিকারের ওপর ভিত্তি করে পুরো ইকোসিস্টেমকে ব্যবচ্ছেদ এবং পথ প্রদর্শন করা। এর মাধ্যমে ভিওবি আরো টেকসই ও উন্নত ভবিষ্যত নিশ্চিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন লাইট হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভিওবি’র নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব। অনুষ্ঠানে ভিওবি’র আনিস এ. খান নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ভিওবি করপোরেট ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত একটি প্লাটফর্ম। এই প্লাটফর্ম কোন নীতি তৈরি করবে না। এটি নীতি নির্ধারণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে জানানো হয়, করোনা মহামারীর মধ্যে লাইট হাউজ বাংলাদেশ জ্ঞানভিত্তিক কয়েকটি অনলাইন সংলাপ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদেও এক প্লাটফর্মে আনতে সক্ষম হয়। এই ধারাবাহিকতায় ‘ভিওবি’ চালু করা হয়েছে।

ভিওবি’র ট্রাস্ট্রি বোর্ডের সদস্যরা হলেন টাইসার রিস্ক ম্যানেজমেন্টের পর্ষদ উপদেষ্টা আনিস এ. খান, একে খান গ্রুপের সিইও কে এ এম মাজেদুর রহমান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল, সাউথটেক গ্রুপের এমডি ও সিইও মামনুন কাদের, ডেভোটেকের চেয়ারম্যান ও সিইও রায়হান শামসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, পেপার রাইমের চিফ ক্রিয়েটিভ অফিসার ও এমডি এ জেড এম সাইফ, সিথ্রিসিক্সটির কো-ফাউন্ডার ও এমডি মাহজাবীন ফেরদৌস, ডিজিটেকের ম্যানেজিং পার্টনার জোহেব আহমেদ, লাইট হাউজের সিইও নাজমুস আহমেদ আলবাব, বিএটিবির এমডি শেহজাদ মুনিম, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন ইমরান রহমান, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, ইউনিলিভার কনজ্যুমার হেলথ লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান এবং রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান শাহরিয়ার জাহেদী।

ভিওবি’র প্রতিষ্ঠাতা সদস্য হলো কমিউনিটি ব্যাংক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, ইস্পাহানি, মাস্টারকার্ড, এমটিবি, সাইটেক, শাশা ডেনিম এবং ইউসিবি। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য একে খান গ্রুপের সিইও কে এ এম মাজেদুর রহমান, ডেভোটেকের চেয়ারম্যান ও সিইও রায়হান শামসি, সিথ্রিসিক্সটির কো-ফাউন্ডার ও এমডি মাহজাবীন ফেরদৌস, লাইট হাউজের সিইও নাজমুস আহমেদ আলবাব, সাউথটেক গ্রুপের এমডি ও সিইও মামনুন কাদের এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব উপস্থিত ছিলেন। ট্রাস্টি বোর্ডের বাকি সদস্যরা অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

প্রথম বাংলাদেশি নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম ভিওবি’র যাত্রা শুরু

image

ভিন্ন ভিন্ন খাতের অগ্রদূতদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ভ্যালর অব বাংলাদেশ (ভিওবি)। এটি প্রথম বাংলাদেশী নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্ম। সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। ভিওবি মূলত লাইট হাউজ বাংলাদেশের একটি উদ্যোগ। এটি বিভিন্ন খাতের অগ্রদূত, করপোরেট ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের মধ্যে গঠনমূলক সংলাপ অনুষ্ঠানে ভূমিকা রাখবে। এর লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্তরের সমস্যা ও অগ্রাধিকারের ওপর ভিত্তি করে পুরো ইকোসিস্টেমকে ব্যবচ্ছেদ এবং পথ প্রদর্শন করা। এর মাধ্যমে ভিওবি আরো টেকসই ও উন্নত ভবিষ্যত নিশ্চিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন লাইট হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভিওবি’র নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব। অনুষ্ঠানে ভিওবি’র আনিস এ. খান নলেজ শেয়ারিং সোশ্যাল প্লাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ভিওবি করপোরেট ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত একটি প্লাটফর্ম। এই প্লাটফর্ম কোন নীতি তৈরি করবে না। এটি নীতি নির্ধারণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে জানানো হয়, করোনা মহামারীর মধ্যে লাইট হাউজ বাংলাদেশ জ্ঞানভিত্তিক কয়েকটি অনলাইন সংলাপ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদেও এক প্লাটফর্মে আনতে সক্ষম হয়। এই ধারাবাহিকতায় ‘ভিওবি’ চালু করা হয়েছে।

ভিওবি’র ট্রাস্ট্রি বোর্ডের সদস্যরা হলেন টাইসার রিস্ক ম্যানেজমেন্টের পর্ষদ উপদেষ্টা আনিস এ. খান, একে খান গ্রুপের সিইও কে এ এম মাজেদুর রহমান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল, সাউথটেক গ্রুপের এমডি ও সিইও মামনুন কাদের, ডেভোটেকের চেয়ারম্যান ও সিইও রায়হান শামসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, পেপার রাইমের চিফ ক্রিয়েটিভ অফিসার ও এমডি এ জেড এম সাইফ, সিথ্রিসিক্সটির কো-ফাউন্ডার ও এমডি মাহজাবীন ফেরদৌস, ডিজিটেকের ম্যানেজিং পার্টনার জোহেব আহমেদ, লাইট হাউজের সিইও নাজমুস আহমেদ আলবাব, বিএটিবির এমডি শেহজাদ মুনিম, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন ইমরান রহমান, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, ইউনিলিভার কনজ্যুমার হেলথ লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান এবং রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান শাহরিয়ার জাহেদী।

ভিওবি’র প্রতিষ্ঠাতা সদস্য হলো কমিউনিটি ব্যাংক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি, ইস্পাহানি, মাস্টারকার্ড, এমটিবি, সাইটেক, শাশা ডেনিম এবং ইউসিবি। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য একে খান গ্রুপের সিইও কে এ এম মাজেদুর রহমান, ডেভোটেকের চেয়ারম্যান ও সিইও রায়হান শামসি, সিথ্রিসিক্সটির কো-ফাউন্ডার ও এমডি মাহজাবীন ফেরদৌস, লাইট হাউজের সিইও নাজমুস আহমেদ আলবাব, সাউথটেক গ্রুপের এমডি ও সিইও মামনুন কাদের এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব উপস্থিত ছিলেন। ট্রাস্টি বোর্ডের বাকি সদস্যরা অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।