ইটভাটায় হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ

ব্যবসা নিয়ে বিরোধ ও ৫ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে গাজী ব্রিকস নামের একটি ইটভাটায় হামলা, লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন হাওলাদার ও তার ছোট ভাইয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে ইটভাটার মালিক শহীদ গাজীর অভিযোগ। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে একই এলাকার গোলাম আহাদ (৩০) ও রুবেল (২৮)।

ইটভাটার মালিক জানায়, ইটভাটাসহ বিভিন্ন কারণে ইউপি চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ব্যবসায়িক বিরোধ ছিল। বিরোধের জের ধরে চেয়ারম্যানের লোকজন প্রায়ই ইটভাটায় হামলাসহ বিভিন্নভাবে ক্ষতি করে আসছিল। চেয়ারম্যান সম্প্রতি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তার দাবিকৃত টাকা দিতে অস্বীকার করেন তিনি। শনিবার দুপুরে পটুয়াখালী শহর থেকে ইটভাটার জন্য ২৪০ বস্তা সিমেন্ট নিয়ে দুটি ট্রলি যাবার পথে হেতালিয়া নামক স্থানে চেয়ারম্যানের লোকজন ওই সিমেন্ট লুট করে।

এতে উভয়পক্ষের মধ্যে বাক-বিত-া হয়। এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যান ও তার ছোট ভাই দেলোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে ১৪-১৫ জন লোজ ওই ইটভাটায় হামলা চালায়। হামলাকারীরা ২টি মাটি কাটার যন্ত্র, ২টি ট্রলি ও ২টি হাওয়া দেয়ার মেশিনে অগ্নিসংযোগ করে। এছাড়াও, তারা ইটভাটার একটি কুপিয়ে এবং ৭ ব্যারেল ডিজেল তেল মাটিতে ফেলে নষ্ট করে। তারা যাওয়ার সময় নগদ টাকাও লুটে নেয় এবং এতে ওই ইটভাটার প্রায় ৩ কোটি টাকার ক্ষতিসাধনের দাবি করেন ইটভাটার মালিক সহিদ গাজী। এ ব্যাপারে পটুয়াখালী থানার ওসি আখতার মোর্শেদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে

ইটভাটায় হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ

প্রতিনিধি, পটুয়াখালী

ব্যবসা নিয়ে বিরোধ ও ৫ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে গাজী ব্রিকস নামের একটি ইটভাটায় হামলা, লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন হাওলাদার ও তার ছোট ভাইয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে ইটভাটার মালিক শহীদ গাজীর অভিযোগ। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে একই এলাকার গোলাম আহাদ (৩০) ও রুবেল (২৮)।

ইটভাটার মালিক জানায়, ইটভাটাসহ বিভিন্ন কারণে ইউপি চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ব্যবসায়িক বিরোধ ছিল। বিরোধের জের ধরে চেয়ারম্যানের লোকজন প্রায়ই ইটভাটায় হামলাসহ বিভিন্নভাবে ক্ষতি করে আসছিল। চেয়ারম্যান সম্প্রতি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তার দাবিকৃত টাকা দিতে অস্বীকার করেন তিনি। শনিবার দুপুরে পটুয়াখালী শহর থেকে ইটভাটার জন্য ২৪০ বস্তা সিমেন্ট নিয়ে দুটি ট্রলি যাবার পথে হেতালিয়া নামক স্থানে চেয়ারম্যানের লোকজন ওই সিমেন্ট লুট করে।

এতে উভয়পক্ষের মধ্যে বাক-বিত-া হয়। এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যান ও তার ছোট ভাই দেলোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে ১৪-১৫ জন লোজ ওই ইটভাটায় হামলা চালায়। হামলাকারীরা ২টি মাটি কাটার যন্ত্র, ২টি ট্রলি ও ২টি হাওয়া দেয়ার মেশিনে অগ্নিসংযোগ করে। এছাড়াও, তারা ইটভাটার একটি কুপিয়ে এবং ৭ ব্যারেল ডিজেল তেল মাটিতে ফেলে নষ্ট করে। তারা যাওয়ার সময় নগদ টাকাও লুটে নেয় এবং এতে ওই ইটভাটার প্রায় ৩ কোটি টাকার ক্ষতিসাধনের দাবি করেন ইটভাটার মালিক সহিদ গাজী। এ ব্যাপারে পটুয়াখালী থানার ওসি আখতার মোর্শেদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়।