শিক্ষকের বাসায় রসিক চোর, রান্নাবান্না করে খেয়ে অতঃপর চুরি

মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় এক প্রধান শিক্ষকের বাসায় গতরাতে (রবিবার দিনগত রাতে) অভিনব চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দরজার হ্যাজবোল্ড ভেঙ্গে ঘরে ঢুকে দীর্ঘসময় ধরে রান্নাবান্না করে খেয়েদেয়ে চুরি করার অভিনব ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ আইচ তার দোয়ারপাড়ের ভাড়া বাসায় তালা দিয়ে গত রোববার পরিবারের অন্য সদস্যদের কাছে ঢাকা যান। রাতে কোন এক সময় চোরের দল বাসার হ্যাজবোল্ড ভেঙ্গে ঘরের ভেতরে ঢোকে। এ সময় তারা সেখানে চাল ধুয়ে পরিষ্কার করে গ্যাসের চুলায় ভাত রান্না করে ও ডিম ভেজে খাওয়া দাওয়া করে। যার নমুনা সেখানে পড়ে রয়েছে। পরে ঘরের আলমারি ভেঙ্গে সেখানে তছনছ করে তারা। এ সময় একটি ব্যাগে রাখা ভাড়াটে পংকজ আইচের নগদ ১৭ হাজার ৫ শত টাকা, বাড়ির মালিকের একটি পানির মটর, গ্যাসের সিলিন্ডার ও চুলা, কিছু দামী কাপড়সহ আলমারিতে রক্ষিত কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র তারা নিয়ে যায়। বাড়ির মালিক উজ্জ্বল বিশ্বাস জানান, ঢাকায় অবস্থান করার কারণে তিনি বাড়িটি ভাড়া দিয়েছেন। মাস ছয়েক আগে পূর্ববর্তী ভাড়াটেদের সময়ে এ বাসার তালা ভেঙ্গে টেলিভিশনসহ বেশকিছু সামগ্রী চুরি করে দুর্বৃত্তরা। আজ আবার চুরি হওয়ার কারণে তিনি বাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এ এলাকার একাধিক বাসিন্দা জানান- বেশ কিছুদিন ধরে শহরে চুরি ছিনতাই বেড়ে গেছে। এ বাসাটিতেই পরপর দুবার চুরির ঘটনা ঘটল। আগের ঘটনা পুলিশকে লিখিতভাবে অভিযোগ করা হলেও তারা তেমন কোন ভূমিকা নেয়নি। অন্যদিকে সম্প্রতি এ এলাকায় একাধিক সাইকেল চুরি, দোকানচুরির ঘটনাও তাদেরকে ভাবিয়ে তুলেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক জানান- এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর
দু’শতাধিক শিক্ষালয়ে শহীদ মিনার নেই
যমুনা থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
বাঁশখালী বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষক বরখাস্ত
হবিগঞ্জে ২০৫ কার্যদিবসে এক হাজার মামলা নিষ্পত্তি
১১ কিমি. রাস্তায় পাল্টাচ্ছে হোগলাবুনিয়ার দৃশ্যপট
নওগাঁয় ম্যারাথন দৌঁড় প্রতিযোগ
অবহেলায় ধ্বংস হচ্ছে মিনি সুন্দরবন
নবাবগঞ্জে প্রতিমা ভাংচুর : আটক ১
পাওনা টাকার জন্য শিকলবন্দি যুবক
গ্রামবাসী হরিণ ধরে ফিরিয়ে দিল বঙ্গবন্ধু সাফারি পার্কে
ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মুখরোচক খাবার তৈরি
ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাতি, আহত ৪
সাবেক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ , ৩ ফাল্গুন ১৪২৭ ৩ রজব ১৪৪২

শিক্ষকের বাসায় রসিক চোর, রান্নাবান্না করে খেয়ে অতঃপর চুরি

প্রতিনিধি, মাগুরা

মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় এক প্রধান শিক্ষকের বাসায় গতরাতে (রবিবার দিনগত রাতে) অভিনব চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দরজার হ্যাজবোল্ড ভেঙ্গে ঘরে ঢুকে দীর্ঘসময় ধরে রান্নাবান্না করে খেয়েদেয়ে চুরি করার অভিনব ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ আইচ তার দোয়ারপাড়ের ভাড়া বাসায় তালা দিয়ে গত রোববার পরিবারের অন্য সদস্যদের কাছে ঢাকা যান। রাতে কোন এক সময় চোরের দল বাসার হ্যাজবোল্ড ভেঙ্গে ঘরের ভেতরে ঢোকে। এ সময় তারা সেখানে চাল ধুয়ে পরিষ্কার করে গ্যাসের চুলায় ভাত রান্না করে ও ডিম ভেজে খাওয়া দাওয়া করে। যার নমুনা সেখানে পড়ে রয়েছে। পরে ঘরের আলমারি ভেঙ্গে সেখানে তছনছ করে তারা। এ সময় একটি ব্যাগে রাখা ভাড়াটে পংকজ আইচের নগদ ১৭ হাজার ৫ শত টাকা, বাড়ির মালিকের একটি পানির মটর, গ্যাসের সিলিন্ডার ও চুলা, কিছু দামী কাপড়সহ আলমারিতে রক্ষিত কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র তারা নিয়ে যায়। বাড়ির মালিক উজ্জ্বল বিশ্বাস জানান, ঢাকায় অবস্থান করার কারণে তিনি বাড়িটি ভাড়া দিয়েছেন। মাস ছয়েক আগে পূর্ববর্তী ভাড়াটেদের সময়ে এ বাসার তালা ভেঙ্গে টেলিভিশনসহ বেশকিছু সামগ্রী চুরি করে দুর্বৃত্তরা। আজ আবার চুরি হওয়ার কারণে তিনি বাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এ এলাকার একাধিক বাসিন্দা জানান- বেশ কিছুদিন ধরে শহরে চুরি ছিনতাই বেড়ে গেছে। এ বাসাটিতেই পরপর দুবার চুরির ঘটনা ঘটল। আগের ঘটনা পুলিশকে লিখিতভাবে অভিযোগ করা হলেও তারা তেমন কোন ভূমিকা নেয়নি। অন্যদিকে সম্প্রতি এ এলাকায় একাধিক সাইকেল চুরি, দোকানচুরির ঘটনাও তাদেরকে ভাবিয়ে তুলেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক জানান- এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।