চতুর্থ ধাপে ভোট পড়েছে ৬৫.৬৮%

চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে মেয়র পদে গড়ে ৬৫ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে। গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখা এ তথ্য জানায়। গত রোববার এ ধাপে ৫৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপে মেয়র পদে ১৪ লাখ ৫৪ হাজার ৪৮০ জন ভোটারের মধ্যে ৯ লাখ ৫৫ হাজার ২৪০ জন ভোট দিয়েছেন। সে হিসাবে এ ধাপে ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

এরমধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বরিশালের বানারীপাড়ায় ৯২ দশমিক ৬০ শতাংশ এবং সর্বনিম্ন ভোট পড়েছে চট্টগ্রামের পটিয়ায় ৪৬ দশমিক ০৭ শতাংশ। গত রোববার ভোটের দিন পটিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আর গোলাগুলির সময় ছুরিকাঘাতে এক কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত হন। আহত হন বিশজনের বেশি। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আকঙ্ক ছড়িয়ে পড়ায় ভোটার উপস্থিতি কমে যায়।

এর আগে ২৮ ডিসেম্বরের প্রথম ধাপে ভোটে ৬৫ শতাংশ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির ৬২ শতাংশ ও ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে ৭০ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছিল। চতুর্থ ধাপে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের ৪৬ জন, ধানের শীষ প্রতীকে বিএনপির ১ জন ও স্বতন্ত্র প্রতীকে ৫ জন প্রার্থী জয়লাভ করেন। তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। আর প্রথম ধাপে আওয়ামী লীগের ১৮ জন, বিএনপির দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে জয়লাভ করেন। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ , ৩ ফাল্গুন ১৪২৭ ৩ রজব ১৪৪২

চতুর্থ ধাপে ভোট পড়েছে ৬৫.৬৮%

নিজস্ব বার্তা পরিবেশক |

চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে মেয়র পদে গড়ে ৬৫ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে। গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখা এ তথ্য জানায়। গত রোববার এ ধাপে ৫৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপে মেয়র পদে ১৪ লাখ ৫৪ হাজার ৪৮০ জন ভোটারের মধ্যে ৯ লাখ ৫৫ হাজার ২৪০ জন ভোট দিয়েছেন। সে হিসাবে এ ধাপে ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

এরমধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বরিশালের বানারীপাড়ায় ৯২ দশমিক ৬০ শতাংশ এবং সর্বনিম্ন ভোট পড়েছে চট্টগ্রামের পটিয়ায় ৪৬ দশমিক ০৭ শতাংশ। গত রোববার ভোটের দিন পটিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আর গোলাগুলির সময় ছুরিকাঘাতে এক কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত হন। আহত হন বিশজনের বেশি। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আকঙ্ক ছড়িয়ে পড়ায় ভোটার উপস্থিতি কমে যায়।

এর আগে ২৮ ডিসেম্বরের প্রথম ধাপে ভোটে ৬৫ শতাংশ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির ৬২ শতাংশ ও ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে ৭০ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছিল। চতুর্থ ধাপে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের ৪৬ জন, ধানের শীষ প্রতীকে বিএনপির ১ জন ও স্বতন্ত্র প্রতীকে ৫ জন প্রার্থী জয়লাভ করেন। তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। আর প্রথম ধাপে আওয়ামী লীগের ১৮ জন, বিএনপির দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে জয়লাভ করেন। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।