হত্যার শিকার ও নিখোঁজ নারীদের স্মরণে কানাডায় পদযাত্রা

কানাডার ভাঙ্কুভার শহরের প্রাণকেন্দ্রে হত্যার শিকার, নিখোঁজ আদিবাসী নারী ও কিশোরীদের স্মরণে ভ্যালেন্টাইনস ডেতে প্রতি বছরের মতো এবারও পদযাত্রা হয়েছে। এবারের পদযাত্রায় অংশ নেয় প্রায় শতাধিক মানুষ। এই আয়োজনের ৩০ বছর পূর্তি হলো এবার। ভ্যালেন্টাইনস ডেতে ভাঙ্কুভার শহরের প্রাণকেন্দ্রের পূর্বদিক থেকে শুরু হয় পদযাত্রা। অংশগ্রহণকারীরা ড্রাম বাজিয়ে এবং গানের তালে হত্যার শিকার ও নিখোঁজ নারীদের স্মরণ করে। মিছিলটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।

পদযাত্রার আয়োজকেরা এক বিবৃতিতে জানায়, ভাঙ্কুভারের পাওয়েল স্ট্রিটে এক নারীকে হত্যার জেরে ১৯৯২ সালে অনুষ্ঠিত হয় নারীদের স্মরণে প্রথম পদযাত্রা। আয়োজকদের একজন মিরনা ক্রেনমার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, এই পদযাত্রার পেছনে সব সময় একটি আবেগ কাজ করে। এর মাধ্যমে (হত্যার শিকার, নিখোঁজ নারী ও মেয়েদের) পরিবার ও কমিউনিটি শোক প্রকাশ করতে পারে।’

কানাডায় নারীদের ওপর যেসব সহিংসতা হয়, তার বেশির ভাগই হয়ে থাকে আদিবাসীদের ক্ষেত্রে। নির্যাতনের শিকার এসব নারী বা মেয়েদের নির্যাতনের ক্ষেত্রে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় তাদের সম্প্রদায় বা স্থানীয় কর্তৃপক্ষকে।

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ , ৩ ফাল্গুন ১৪২৭ ৩ রজব ১৪৪২

হত্যার শিকার ও নিখোঁজ নারীদের স্মরণে কানাডায় পদযাত্রা

কানাডার ভাঙ্কুভার শহরের প্রাণকেন্দ্রে হত্যার শিকার, নিখোঁজ আদিবাসী নারী ও কিশোরীদের স্মরণে ভ্যালেন্টাইনস ডেতে প্রতি বছরের মতো এবারও পদযাত্রা হয়েছে। এবারের পদযাত্রায় অংশ নেয় প্রায় শতাধিক মানুষ। এই আয়োজনের ৩০ বছর পূর্তি হলো এবার। ভ্যালেন্টাইনস ডেতে ভাঙ্কুভার শহরের প্রাণকেন্দ্রের পূর্বদিক থেকে শুরু হয় পদযাত্রা। অংশগ্রহণকারীরা ড্রাম বাজিয়ে এবং গানের তালে হত্যার শিকার ও নিখোঁজ নারীদের স্মরণ করে। মিছিলটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।

পদযাত্রার আয়োজকেরা এক বিবৃতিতে জানায়, ভাঙ্কুভারের পাওয়েল স্ট্রিটে এক নারীকে হত্যার জেরে ১৯৯২ সালে অনুষ্ঠিত হয় নারীদের স্মরণে প্রথম পদযাত্রা। আয়োজকদের একজন মিরনা ক্রেনমার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, এই পদযাত্রার পেছনে সব সময় একটি আবেগ কাজ করে। এর মাধ্যমে (হত্যার শিকার, নিখোঁজ নারী ও মেয়েদের) পরিবার ও কমিউনিটি শোক প্রকাশ করতে পারে।’

কানাডায় নারীদের ওপর যেসব সহিংসতা হয়, তার বেশির ভাগই হয়ে থাকে আদিবাসীদের ক্ষেত্রে। নির্যাতনের শিকার এসব নারী বা মেয়েদের নির্যাতনের ক্ষেত্রে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় তাদের সম্প্রদায় বা স্থানীয় কর্তৃপক্ষকে।