অন্য রুটে সরকারি বিমান চললেও বরিশাল বঞ্চিত

করেনা সংকটের কারণে বাংলাদেশ বিমানের আভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ হবার পর আবার অন্য রুটের ফ্লাইট চালু হলেও বরিশাল, যশোর ও রাজশাহী সেক্টরে চালু হয়নি। বিমান আভ্যন্তরীণ সেক্টরের জন্য ইতোপূর্বে দুটি ‘ড্যাস-৮ কিউ-৪০০’ উড়োজাহাজের সঙ্গে অতি সম্প্রতি জি টু জি চুক্তির আওতায় কানাডা থেকে একটি অনুরূপ জাহাজ এনে বহরে যুক্ত করেছে। নতুন আরও দুটি চলতি মাসের শেষে দেশে আসছে। ৫টি নতুন পুরোনা মধ্যম মানের টার্বোপ্রপ উড়োজাহাজ দিয়ে আগামী মাসের শেষভাগে গ্রীষ্মকালীন সময়সূচিতে বিমান দেশের আভ্যন্তরীণ সেক্টরে নতুনভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালন শুরুর প্রস্তুতি গ্রহণ করলেও সেখান থেকে বরিশাল ও রাজশাহীকে বাদ দেয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে বিমানের বিক্রয় ও বিপণন পরিদপ্তরের পরিচালক ও মহাব্যবস্থাপকের সঙ্গে আলাপ করা হলে তারা কেউই এ ব্যাপারে পরিষ্কার কিছু না বললেও বিষয়টি সংস্থার উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন। ২০১৫ সালে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা-বিমান দেশের আভ্যন্তরীণ সেক্টরে পুনরায় যাত্রী পরিবহন শুরুর লক্ষ্যে কানাডা থেকে ৭৪ আসনের ৩টি ‘ড্যাস-৮ কিউ-৪০০’ এয়ারক্রাফট সংগ্রহ করে। সে সময়েও বরিশাল সেক্টরকে বাদ দেয়ার চেষ্টা করে বিমান কর্তৃপক্ষ।

তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা এবং তৎকালীণ বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের ঐকান্তিক চেষ্টায় বরিশাল সেক্টরকে বাদ দিতে পারেনি বিমান কর্তৃপক্ষ। ২০১৫ সনের এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বরিশাল সেক্টরে দুটি ফ্লাইট চালু করা হলেও ক্রমান্বয়ে তা ৫টিতে উন্নীত হয়। এমনকি যাত্রী পরিবহন ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আহরণে আভ্যন্তরীণ সেক্টরের মধ্যে বরিশালে অবস্থান ছিল দ্বিতীয়। করোনা সংকটের কারণে গত বছর ২৪ মার্চ থেকে সারাদেশের সঙ্গে বরিশাল সেক্টরেও ফ্লাইট বন্ধ করে দেয় বিমানসহ সব বেসরকারি এয়ারলাইন্স। সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় গত জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বেসরকারি দুটি এয়ারলাইন্স বরিশাল সহ সারা দেশে সব সেক্টরে ফ্লাইট পরিচালন শুরু করলেও বিমান বরিশাল, যশোর ও রাজশাহীতে আর ফ্লাইট শুরু করেনি।

আরও খবর

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১ , ৩ ফাল্গুন ১৪২৭ ৩ রজব ১৪৪২

অন্য রুটে সরকারি বিমান চললেও বরিশাল বঞ্চিত

করেনা সংকটের কারণে বাংলাদেশ বিমানের আভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ হবার পর আবার অন্য রুটের ফ্লাইট চালু হলেও বরিশাল, যশোর ও রাজশাহী সেক্টরে চালু হয়নি। বিমান আভ্যন্তরীণ সেক্টরের জন্য ইতোপূর্বে দুটি ‘ড্যাস-৮ কিউ-৪০০’ উড়োজাহাজের সঙ্গে অতি সম্প্রতি জি টু জি চুক্তির আওতায় কানাডা থেকে একটি অনুরূপ জাহাজ এনে বহরে যুক্ত করেছে। নতুন আরও দুটি চলতি মাসের শেষে দেশে আসছে। ৫টি নতুন পুরোনা মধ্যম মানের টার্বোপ্রপ উড়োজাহাজ দিয়ে আগামী মাসের শেষভাগে গ্রীষ্মকালীন সময়সূচিতে বিমান দেশের আভ্যন্তরীণ সেক্টরে নতুনভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালন শুরুর প্রস্তুতি গ্রহণ করলেও সেখান থেকে বরিশাল ও রাজশাহীকে বাদ দেয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে বিমানের বিক্রয় ও বিপণন পরিদপ্তরের পরিচালক ও মহাব্যবস্থাপকের সঙ্গে আলাপ করা হলে তারা কেউই এ ব্যাপারে পরিষ্কার কিছু না বললেও বিষয়টি সংস্থার উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন। ২০১৫ সালে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা-বিমান দেশের আভ্যন্তরীণ সেক্টরে পুনরায় যাত্রী পরিবহন শুরুর লক্ষ্যে কানাডা থেকে ৭৪ আসনের ৩টি ‘ড্যাস-৮ কিউ-৪০০’ এয়ারক্রাফট সংগ্রহ করে। সে সময়েও বরিশাল সেক্টরকে বাদ দেয়ার চেষ্টা করে বিমান কর্তৃপক্ষ।

তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা এবং তৎকালীণ বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের ঐকান্তিক চেষ্টায় বরিশাল সেক্টরকে বাদ দিতে পারেনি বিমান কর্তৃপক্ষ। ২০১৫ সনের এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বরিশাল সেক্টরে দুটি ফ্লাইট চালু করা হলেও ক্রমান্বয়ে তা ৫টিতে উন্নীত হয়। এমনকি যাত্রী পরিবহন ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আহরণে আভ্যন্তরীণ সেক্টরের মধ্যে বরিশালে অবস্থান ছিল দ্বিতীয়। করোনা সংকটের কারণে গত বছর ২৪ মার্চ থেকে সারাদেশের সঙ্গে বরিশাল সেক্টরেও ফ্লাইট বন্ধ করে দেয় বিমানসহ সব বেসরকারি এয়ারলাইন্স। সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় গত জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বেসরকারি দুটি এয়ারলাইন্স বরিশাল সহ সারা দেশে সব সেক্টরে ফ্লাইট পরিচালন শুরু করলেও বিমান বরিশাল, যশোর ও রাজশাহীতে আর ফ্লাইট শুরু করেনি।