শিশু নির্যাতন প্রতিরোধ করুন

সারা দেশে শিশু নির্যাতন বেড়েই চলেছে। ঘরে-বাইরে কোথাও যেন নিরাপদ নয় দেশের শিশুরা। সমাজ বিজ্ঞানীদের অভিমত, আমাদের সমাজেই শিশুর প্রতি সহিংসতার নানা উপাদান রয়েছে। শিশু যেহেতু দুর্বল তাই তার ওপরই আঘাত আসে।

বলপ্রয়োগ করে, কাউকে আঘাত করাই শারীরিক নির্যাতন। শিশুর কানমলা থেকে শুরু করে যে কোন বড় ধরনের আঘাত এই নির্যাতনের অন্তর্ভুক্ত। যত কম বয়সে শিশুর ওপর নির্যাতন হবে, এর ফল তত মারাত্মক হবে, বয়ঃসন্ধিকালেও কিশোর-কিশোরীরা খুবই সংবেদনশীল থাকে, তাই এ বয়সে নির্যাতনের প্রভাবও খুব বেশি হয়। খুব বেশি নিয়ন্ত্রণ এবং খুব বেশি প্রশ্রয় কোনোটাই যুক্তিসঙ্গত নয়। শিশুদের এই যে নিরাপত্তাহীনতা, এটা প্রচ- উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা সমাজের জন্য খুব খারাপ বার্তা দেয় যে, শিশুরা নিরাপদ নয়। যেভাবেই হোক শিশুদের নিরাপত্তাহীনতার মধ্যে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আল-আমিন আহমেদ

বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ , ৪ ফাল্গুন ১৪২৭ ৪ রজব ১৪৪২

শিশু নির্যাতন প্রতিরোধ করুন

সারা দেশে শিশু নির্যাতন বেড়েই চলেছে। ঘরে-বাইরে কোথাও যেন নিরাপদ নয় দেশের শিশুরা। সমাজ বিজ্ঞানীদের অভিমত, আমাদের সমাজেই শিশুর প্রতি সহিংসতার নানা উপাদান রয়েছে। শিশু যেহেতু দুর্বল তাই তার ওপরই আঘাত আসে।

বলপ্রয়োগ করে, কাউকে আঘাত করাই শারীরিক নির্যাতন। শিশুর কানমলা থেকে শুরু করে যে কোন বড় ধরনের আঘাত এই নির্যাতনের অন্তর্ভুক্ত। যত কম বয়সে শিশুর ওপর নির্যাতন হবে, এর ফল তত মারাত্মক হবে, বয়ঃসন্ধিকালেও কিশোর-কিশোরীরা খুবই সংবেদনশীল থাকে, তাই এ বয়সে নির্যাতনের প্রভাবও খুব বেশি হয়। খুব বেশি নিয়ন্ত্রণ এবং খুব বেশি প্রশ্রয় কোনোটাই যুক্তিসঙ্গত নয়। শিশুদের এই যে নিরাপত্তাহীনতা, এটা প্রচ- উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা সমাজের জন্য খুব খারাপ বার্তা দেয় যে, শিশুরা নিরাপদ নয়। যেভাবেই হোক শিশুদের নিরাপত্তাহীনতার মধ্যে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আল-আমিন আহমেদ