বন্ধ হোক ভাষার বিকৃতি

ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে বাঙালিকে। একটি প্রশ্ন প্রায়ই মনে জাগে, এই ভাষার শুদ্ধতা কতটুকু বজায় রাখছি আমরা। তরুণদের মধ্যে যে ভাষার চর্চা হয়, তাকে বাংলার বিকৃত রূপ বললে অবিচার হবে না।

ইদানীং বাংলা শব্দের সঙ্গে ইংরেজি শব্দের সংমিশ্রণ বেশ লক্ষণীয়। কথা বলার সময় অর্ধেক বাংলা বা বাংলা ইংরেজি মিশ্র ভাষা কথা বলতে দেখা যায় প্রায়ই। মাঝে মাঝে ইংরেজি কয়েকটা শব্দ না বললে যেন তাদের স্মার্টনেস কমে যায়। তরুণদের প্রতি একটি অনুরোধ থাকবে যদি বাংলায় কথা বলেন তাহলে পরিপূর্ণ বাংলা বলুন। ইংরেজিতে বললে পুরোটা ইংরেজিতে। বাংলা ইংরেজির মিশ্রণ ঘটিয়ে বাংলা ভাষাকে অপমান করা উচিত নয়।

ভাষা পরিবর্তনশীল। কিন্তু এই পরিবর্তন বা আধুনিকতার নামে ভাষার বিকৃতি কখনোই কাম্য নয়। পরিবর্তন যেমনই হোক, ভাষার মাধুর্য সৌন্দর্য ও বোধগম্যতা রক্ষা করা জরুরি। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তার যথার্থ প্রয়োগ করতে হবে। যে তরুণেরা বুলেট বুকে নিয়ে আমাদের মায়ের ভাষায় কথা বলার সুযোগ করে দিয়ে গেছেন, তাদের অবদান আর ত্যাগের প্রতি সম্মান রেখে হলেও আসুন আমরা সচেতন হই ভাষা-বিকৃতির বিরুদ্ধে। এ বিকৃতি বন্ধ হোক এখন থেকেই!

জিল্লুর রহমান

বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ , ৪ ফাল্গুন ১৪২৭ ৪ রজব ১৪৪২

বন্ধ হোক ভাষার বিকৃতি

ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে বাঙালিকে। একটি প্রশ্ন প্রায়ই মনে জাগে, এই ভাষার শুদ্ধতা কতটুকু বজায় রাখছি আমরা। তরুণদের মধ্যে যে ভাষার চর্চা হয়, তাকে বাংলার বিকৃত রূপ বললে অবিচার হবে না।

ইদানীং বাংলা শব্দের সঙ্গে ইংরেজি শব্দের সংমিশ্রণ বেশ লক্ষণীয়। কথা বলার সময় অর্ধেক বাংলা বা বাংলা ইংরেজি মিশ্র ভাষা কথা বলতে দেখা যায় প্রায়ই। মাঝে মাঝে ইংরেজি কয়েকটা শব্দ না বললে যেন তাদের স্মার্টনেস কমে যায়। তরুণদের প্রতি একটি অনুরোধ থাকবে যদি বাংলায় কথা বলেন তাহলে পরিপূর্ণ বাংলা বলুন। ইংরেজিতে বললে পুরোটা ইংরেজিতে। বাংলা ইংরেজির মিশ্রণ ঘটিয়ে বাংলা ভাষাকে অপমান করা উচিত নয়।

ভাষা পরিবর্তনশীল। কিন্তু এই পরিবর্তন বা আধুনিকতার নামে ভাষার বিকৃতি কখনোই কাম্য নয়। পরিবর্তন যেমনই হোক, ভাষার মাধুর্য সৌন্দর্য ও বোধগম্যতা রক্ষা করা জরুরি। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তার যথার্থ প্রয়োগ করতে হবে। যে তরুণেরা বুলেট বুকে নিয়ে আমাদের মায়ের ভাষায় কথা বলার সুযোগ করে দিয়ে গেছেন, তাদের অবদান আর ত্যাগের প্রতি সম্মান রেখে হলেও আসুন আমরা সচেতন হই ভাষা-বিকৃতির বিরুদ্ধে। এ বিকৃতি বন্ধ হোক এখন থেকেই!

জিল্লুর রহমান