ইএফটিতে দেয়া হবে মিশনে কর্মরত সরকারি চাকরিজীবীদের বেতন

দেশের বাইরে বিভিন্ন মিশনে কর্মরত সরকারি চাকরিজীবীরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহঋণ গ্রহণ করলে তাদের বেতন কয়েকটি ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল এ-সংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, যেসব কর্মকর্তা-কর্মচারী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জমিসহ বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের ঋণ সুবিধা গ্রহণ করেছেন অথবা ভবিষ্যতে এ সুবিধা গ্রহণ করে মিশনে বদলি হবেন অথবা মিশনে থাকা অবস্থায় ঋণ গ্রহণ করবেন, পাঁচটি ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে তাদের বেতনের প্রাপ্যতা অনুযায়ী মূল বেতন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের (সিএএফও) কার্যালয় থেকে ইএফটি পদ্ধতিতে বাংলাদেশের স্থানীয় কোন তফসিলি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে। পাশাপাশি ঋণগ্রহীতাকে সংশ্লিষ্ট মিশনে সিএএফও কর্তৃক অন্যান্য বৈদেশিক ভাতা প্রাপ্যতার পে-স্লিপ ইস্যু করতে হবে।

যে পাঁচ ব্যবস্থার কথা পরিপত্রে বলা হয়েছে, সেগুলোর মধ্যে প্রথমেই উল্লেখ করা হয়েছেÑ যেসব কর্মকর্তা-কর্মচারী মিশনে কর্মরত অবস্থায় বাংলাদেশে অবস্থিত নির্ধারিত তফসিলি ব্যাংকে সরকারি গৃহ নির্মাণ ঋণের আবেদন করবেন, ঋণ মঞ্জুর হলে তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট সিএএফও থেকে সরাসরি বেতন গ্রহণের আবেদন করতে হবে। ঋণগ্রহীতাকে যে ব্যাংকের আওতায় গৃহ নির্মাণ ঋণ মঞ্জুর প্রদান করা হবে, সে ব্যাংকে ইএফটির মাধ্যমে বেতনের অর্থ প্রেরণের জন্য ব্যাংক হিসাব খুলতে হবে ও অর্থ বিভাগের গৃহ নির্মাণ ঋণ কোষ থেকে ভর্তুকি প্রেরণের জন্য অনুমোদন গ্রহণ করতে হবে। যেসব কর্মকর্তা-কর্মচারী এরই মধ্যে গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করেছেন ও বিদেশে বদলি হয়েছেন, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিএএফও অফিস বেতন ব্যতীত অন্যান্য প্রাপ্তির পে-স্লিপ ইস্যু করবে। তবে সেক্ষেত্রে তারা মিশন থেকে মূল বেতন গ্রহণ করতে পারবেন না। মিশনে কর্মরত যেসব কর্মকর্তা-কর্মচারী ঋণ গ্রহণ করেছেন, তাদের বেতন অনলাইনে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের (আইবাস প্লাস প্লাস) মাধ্যমে সংশ্লিষ্ট মিশনে জমা দেয়ার পর সেই মিশনের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) সেটি সংশ্লিষ্ট সিএএফও কার্যালয়ে ফরওয়ার্ড করবেন।

সর্বশেষ ব্যবস্থা হিসেবে বলা হয়েছে, সিএএফও কার্যালয়ে সংশ্লিষ্ট মিশনের বাজেটের বিপরীতে প্রাপ্ত বিল পাস করার পর বাংলাদেশের স্থানীয় তফসিলি ব্যাংকে ইএফটি প্রদান করবে এবং ইএফটির তথ্যসংশ্লিষ্ট কর্মকর্তা তার ই-মেইলে পেয়ে যাবেন। একইভাবে তার বেতন নির্ধারিত ব্যাংকে জমা হলে ব্যাংক কর্তৃপক্ষ ডেবিট বা ক্রেডিট সংক্রান্ত তথ্য ই-মেইলে তাদের অবহিত করবেন।

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ , ৭ ফাল্গুন ১৪২৭ ৭ রজব ১৪৪২

ইএফটিতে দেয়া হবে মিশনে কর্মরত সরকারি চাকরিজীবীদের বেতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

দেশের বাইরে বিভিন্ন মিশনে কর্মরত সরকারি চাকরিজীবীরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহঋণ গ্রহণ করলে তাদের বেতন কয়েকটি ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল এ-সংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, যেসব কর্মকর্তা-কর্মচারী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জমিসহ বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের ঋণ সুবিধা গ্রহণ করেছেন অথবা ভবিষ্যতে এ সুবিধা গ্রহণ করে মিশনে বদলি হবেন অথবা মিশনে থাকা অবস্থায় ঋণ গ্রহণ করবেন, পাঁচটি ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে তাদের বেতনের প্রাপ্যতা অনুযায়ী মূল বেতন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের (সিএএফও) কার্যালয় থেকে ইএফটি পদ্ধতিতে বাংলাদেশের স্থানীয় কোন তফসিলি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে। পাশাপাশি ঋণগ্রহীতাকে সংশ্লিষ্ট মিশনে সিএএফও কর্তৃক অন্যান্য বৈদেশিক ভাতা প্রাপ্যতার পে-স্লিপ ইস্যু করতে হবে।

যে পাঁচ ব্যবস্থার কথা পরিপত্রে বলা হয়েছে, সেগুলোর মধ্যে প্রথমেই উল্লেখ করা হয়েছেÑ যেসব কর্মকর্তা-কর্মচারী মিশনে কর্মরত অবস্থায় বাংলাদেশে অবস্থিত নির্ধারিত তফসিলি ব্যাংকে সরকারি গৃহ নির্মাণ ঋণের আবেদন করবেন, ঋণ মঞ্জুর হলে তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট সিএএফও থেকে সরাসরি বেতন গ্রহণের আবেদন করতে হবে। ঋণগ্রহীতাকে যে ব্যাংকের আওতায় গৃহ নির্মাণ ঋণ মঞ্জুর প্রদান করা হবে, সে ব্যাংকে ইএফটির মাধ্যমে বেতনের অর্থ প্রেরণের জন্য ব্যাংক হিসাব খুলতে হবে ও অর্থ বিভাগের গৃহ নির্মাণ ঋণ কোষ থেকে ভর্তুকি প্রেরণের জন্য অনুমোদন গ্রহণ করতে হবে। যেসব কর্মকর্তা-কর্মচারী এরই মধ্যে গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করেছেন ও বিদেশে বদলি হয়েছেন, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিএএফও অফিস বেতন ব্যতীত অন্যান্য প্রাপ্তির পে-স্লিপ ইস্যু করবে। তবে সেক্ষেত্রে তারা মিশন থেকে মূল বেতন গ্রহণ করতে পারবেন না। মিশনে কর্মরত যেসব কর্মকর্তা-কর্মচারী ঋণ গ্রহণ করেছেন, তাদের বেতন অনলাইনে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের (আইবাস প্লাস প্লাস) মাধ্যমে সংশ্লিষ্ট মিশনে জমা দেয়ার পর সেই মিশনের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) সেটি সংশ্লিষ্ট সিএএফও কার্যালয়ে ফরওয়ার্ড করবেন।

সর্বশেষ ব্যবস্থা হিসেবে বলা হয়েছে, সিএএফও কার্যালয়ে সংশ্লিষ্ট মিশনের বাজেটের বিপরীতে প্রাপ্ত বিল পাস করার পর বাংলাদেশের স্থানীয় তফসিলি ব্যাংকে ইএফটি প্রদান করবে এবং ইএফটির তথ্যসংশ্লিষ্ট কর্মকর্তা তার ই-মেইলে পেয়ে যাবেন। একইভাবে তার বেতন নির্ধারিত ব্যাংকে জমা হলে ব্যাংক কর্তৃপক্ষ ডেবিট বা ক্রেডিট সংক্রান্ত তথ্য ই-মেইলে তাদের অবহিত করবেন।