২ জেলায় ৫ ইটভাটা মালিকের জরিমানা

চুয়াডাঙ্গা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছোট পরিমাপের ইট প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার ৩ ইটভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জীবননগর উপজেলার আন্দুল বাড়িয়ার দেহাটি এলাকায় এ অভিযান চালান। অভিযানে নির্ধারিত মাপ থেকে ছোট মাপের ইট প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করায় পিয়াস ব্রিক্সকে ৫০ হাজার টাকা, সরকার ব্রিক্সকে ৪০ হাজার টাকা ও নিউ ব্রিক্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

কটিয়াদী

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইটের মাপে কারচুপির দায়ে দুই ইটভাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালকের নির্দেশনায় এবং জেলা প্রশাসক কিশোরগঞ্জ মোহাম্মদ শামীম আলম এর তত্ত্বাবধানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এর নেতৃত্বে পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার এমবিএস ইটভাটাকে ২০ হাজার টাকা ও এইচ বিএসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে দুইটি ইটভাটা প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।

বিডিএস অনুযায়ী আদর্শ ইটের পরিমাপ দৈর্ঘ্য,প্রস্থ ও উচ্চতায় যথাক্রমে ২৪, ১১.৫ ও ৭ সে.মি.। নামফলক ১৩/৫/০১ সে.মি হওয়ার কথা থাকলেও জরিমানা আদায়কৃত দুইটি ইটভাটা প্রতিষ্ঠানে এই মাপ সঠিক ছিল না। তারা দীর্ঘদিন ধরে ইটের মাপে কারচুপি করে আসছিল। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল কটিয়াদী থানা পুলিশের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় পক্ষ থেকে।

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ , ৭ ফাল্গুন ১৪২৭ ৭ রজব ১৪৪২

২ জেলায় ৫ ইটভাটা মালিকের জরিমানা

চুয়াডাঙ্গা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছোট পরিমাপের ইট প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার ৩ ইটভাটা মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জীবননগর উপজেলার আন্দুল বাড়িয়ার দেহাটি এলাকায় এ অভিযান চালান। অভিযানে নির্ধারিত মাপ থেকে ছোট মাপের ইট প্রস্তুত ও মূল্য তালিকা প্রদর্শন না করায় পিয়াস ব্রিক্সকে ৫০ হাজার টাকা, সরকার ব্রিক্সকে ৪০ হাজার টাকা ও নিউ ব্রিক্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

কটিয়াদী

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইটের মাপে কারচুপির দায়ে দুই ইটভাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালকের নির্দেশনায় এবং জেলা প্রশাসক কিশোরগঞ্জ মোহাম্মদ শামীম আলম এর তত্ত্বাবধানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এর নেতৃত্বে পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার এমবিএস ইটভাটাকে ২০ হাজার টাকা ও এইচ বিএসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে দুইটি ইটভাটা প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।

বিডিএস অনুযায়ী আদর্শ ইটের পরিমাপ দৈর্ঘ্য,প্রস্থ ও উচ্চতায় যথাক্রমে ২৪, ১১.৫ ও ৭ সে.মি.। নামফলক ১৩/৫/০১ সে.মি হওয়ার কথা থাকলেও জরিমানা আদায়কৃত দুইটি ইটভাটা প্রতিষ্ঠানে এই মাপ সঠিক ছিল না। তারা দীর্ঘদিন ধরে ইটের মাপে কারচুপি করে আসছিল। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল কটিয়াদী থানা পুলিশের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় পক্ষ থেকে।