কিশোরগঞ্জে ভারোত্তোলনে তৃণমূল প্রতিভা অন্বেষণ

তৃণমূল প্রতিভা অন্বেষনের আওতায় জেলা শহরের সৈয়দ নজরুল স্টেডিয়ামে শুরু হয়েছে দশ দিনের ভারোত্তোলন প্রশিক্ষণ। গত বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তায় জেলা ক্রীড়া সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে। এর জন্য ক্রীড়া পরিষদ জেলা ক্রীড়া সংস্থাকে এক লাখ টাকার অর্থসহায়তা প্রদান করেছে। জেলার ২৯ জন বালক-বালিকা বাছাইয়ে অংশ নেয়। চূড়ান্ত মনোনয়ন পায় ৬ জন বালক ও ১০ জন বালিকা। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ভারোত্তোলন কোচ শাহরিয়া সুলতানা সূচি। এছাড়া সহকারি কোচ থাকছেন আজহারুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল হক মোল্লা দুলু, সাইদুল হক শেখর প্রমুখ।

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ , ৭ ফাল্গুন ১৪২৭ ৭ রজব ১৪৪২

কিশোরগঞ্জে ভারোত্তোলনে তৃণমূল প্রতিভা অন্বেষণ

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

তৃণমূল প্রতিভা অন্বেষনের আওতায় জেলা শহরের সৈয়দ নজরুল স্টেডিয়ামে শুরু হয়েছে দশ দিনের ভারোত্তোলন প্রশিক্ষণ। গত বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তায় জেলা ক্রীড়া সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে। এর জন্য ক্রীড়া পরিষদ জেলা ক্রীড়া সংস্থাকে এক লাখ টাকার অর্থসহায়তা প্রদান করেছে। জেলার ২৯ জন বালক-বালিকা বাছাইয়ে অংশ নেয়। চূড়ান্ত মনোনয়ন পায় ৬ জন বালক ও ১০ জন বালিকা। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ভারোত্তোলন কোচ শাহরিয়া সুলতানা সূচি। এছাড়া সহকারি কোচ থাকছেন আজহারুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল হক মোল্লা দুলু, সাইদুল হক শেখর প্রমুখ।