চাঁপাইনবাবগঞ্জে বিনা’র মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হোসেনডাঙ্গায় ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বিনাসরিষা-৪-এর চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ পরিচালিত গবেষণার অংশ হিসেবে মাঠ দিবস উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ। সভায় জানানো হয়, বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নি¤œগামী হওয়া ও আবহাওয়ার পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে। গতানুগতিক আমন-বোরো দুই ফসলি শস্য পরিক্রমার পরিবর্তে আমন-রবি-বোরো ও আমন-রবি-আউশ পরিক্রমায় গবেষণা হচ্ছে। রবি মৌসুমে সরিষা, মসুর ও গম চাষ করা হচ্ছে। মাঠ দিবসে বিনা সরিষা-৪ প্রদর্শন করা হয়।

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ , ৭ ফাল্গুন ১৪২৭ ৭ রজব ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে বিনা’র মাঠ দিবস

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হোসেনডাঙ্গায় ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বিনাসরিষা-৪-এর চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ পরিচালিত গবেষণার অংশ হিসেবে মাঠ দিবস উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ। সভায় জানানো হয়, বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নি¤œগামী হওয়া ও আবহাওয়ার পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে। গতানুগতিক আমন-বোরো দুই ফসলি শস্য পরিক্রমার পরিবর্তে আমন-রবি-বোরো ও আমন-রবি-আউশ পরিক্রমায় গবেষণা হচ্ছে। রবি মৌসুমে সরিষা, মসুর ও গম চাষ করা হচ্ছে। মাঠ দিবসে বিনা সরিষা-৪ প্রদর্শন করা হয়।