নতুন সিনেমার অপেক্ষায় নুসরাত ফারিয়ার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে মুম্বাইয়ে আছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজ করায় এক অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। শুটিংয়ের আগে তিনি প্রতিটি দৃশ্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। যার ফলে অনেক কিছু শিখতে ও বুঝতে পারছি। ফারিয়া জানান, তিনি মার্চের শেষ পর্যন্ত এই বায়োপিকটির শুটিং করবেন। এরপর এপ্রিলে ‘ভয়’ শিরোনামের শুটিংয়ের জন্য কলকাতায় থাকবেন। তিনি আরও যোগ করেন, ‘বঙ্গবন্ধু’ সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। চলতি বছরের গত ২১ জানুয়ারি মুম্বাইতে মহরতের মাধ্যমে শুরু হয়েছে ছবিটির প্রথম পর্বের কাজ। চলতি বছর ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’সহ বেশকিছু ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে এ নায়িকার। ফারিয়ার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘শাহেনশাহ’। এতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ , ৭ ফাল্গুন ১৪২৭ ৭ রজব ১৪৪২

নতুন সিনেমার অপেক্ষায় নুসরাত ফারিয়ার

বিনোদন প্রতিবেদক |

image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে মুম্বাইয়ে আছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজ করায় এক অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। শুটিংয়ের আগে তিনি প্রতিটি দৃশ্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। যার ফলে অনেক কিছু শিখতে ও বুঝতে পারছি। ফারিয়া জানান, তিনি মার্চের শেষ পর্যন্ত এই বায়োপিকটির শুটিং করবেন। এরপর এপ্রিলে ‘ভয়’ শিরোনামের শুটিংয়ের জন্য কলকাতায় থাকবেন। তিনি আরও যোগ করেন, ‘বঙ্গবন্ধু’ সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। চলতি বছরের গত ২১ জানুয়ারি মুম্বাইতে মহরতের মাধ্যমে শুরু হয়েছে ছবিটির প্রথম পর্বের কাজ। চলতি বছর ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’সহ বেশকিছু ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে এ নায়িকার। ফারিয়ার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘শাহেনশাহ’। এতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।