প্রাচ্যনাটের দুই যুগ পূর্তির অনুষ্ঠান

প্রতিষ্ঠার ২৪ বছর পেরিয়ে ২৫-এ পা রাখতে যাচ্ছে দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট। এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে দুই যুগপূর্তির অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের সেøাগান ঠিক করা হয়েছে- ‘জীবনের সৃজনে ২৫-এ পা’।

দুই যুগপূর্তির আয়োজন প্রসঙ্গে প্রাচ্যনাট থেকে বলা হয়েছে, “আমাদের সব আয়োজনে আপনার প্রত্যক্ষ ও পরোক্ষ শুভ কামনাই ছিল আমাদের শক্তি ও সাহস। আপনি সঙ্গে আছেন জেনেই তো আমরা হেঁটে এসেছি এতটা পথ। তাই দুই যুগপূর্তি লগ্নে আমরা আরেকবার চাইছি আপনার সম্মুখ সাহচর্য। সামনের দিনগুলোতে আবার নতুন শক্তি আর উদ্যেমে হেঁটে যাওয়ার সাহস দিতে, উৎসাহ জোগাতে নিশ্চয় আসবেন। আপনাকে কৃতজ্ঞতা জানাবার সুযোগ দেবেন- আগামীর পথচলায় ভরসা দেবেন- এই দাবিটুকু থাকলো।’

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ , ৭ ফাল্গুন ১৪২৭ ৭ রজব ১৪৪২

প্রাচ্যনাটের দুই যুগ পূর্তির অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক |

image

প্রতিষ্ঠার ২৪ বছর পেরিয়ে ২৫-এ পা রাখতে যাচ্ছে দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট। এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে দুই যুগপূর্তির অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের সেøাগান ঠিক করা হয়েছে- ‘জীবনের সৃজনে ২৫-এ পা’।

দুই যুগপূর্তির আয়োজন প্রসঙ্গে প্রাচ্যনাট থেকে বলা হয়েছে, “আমাদের সব আয়োজনে আপনার প্রত্যক্ষ ও পরোক্ষ শুভ কামনাই ছিল আমাদের শক্তি ও সাহস। আপনি সঙ্গে আছেন জেনেই তো আমরা হেঁটে এসেছি এতটা পথ। তাই দুই যুগপূর্তি লগ্নে আমরা আরেকবার চাইছি আপনার সম্মুখ সাহচর্য। সামনের দিনগুলোতে আবার নতুন শক্তি আর উদ্যেমে হেঁটে যাওয়ার সাহস দিতে, উৎসাহ জোগাতে নিশ্চয় আসবেন। আপনাকে কৃতজ্ঞতা জানাবার সুযোগ দেবেন- আগামীর পথচলায় ভরসা দেবেন- এই দাবিটুকু থাকলো।’