বাংলাদেশের বাজারে আইটেলের ‘ভিশন ১ প্রো’ স্মার্টফোন

বাংলাদেশের বাজারে আইটেল নিয়ে এলো ৩ জিবি র‌্যাম ভার্সনের ‘ভিশন ১ প্রো’ স্মার্টফোন। ৬.৫ ইঞ্চি এইচডি + ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। এর মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ব্যবহারকারীরা ১২৮ জিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ বাড়াতে পারবেন। ফোনটিতে ‘আয়তক্ষেত্রাকার’ আকৃতির ট্রিপল-ক্যামেরা সেট আপ করা হয়েছে। ৮ মেগাপিক্সেলের মূল এবং ২ এমপি ম্যাক্রো লেন্সের সঙ্গে এতে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে থাকা দুর্দান্ত এআই ডার্ট লেন্স ডিটেক্টরের কারণে কোনও ময়লা বা ধূলিকণা ধরা পড়লে লেন্স পরিষ্কার করার জন্য আপনাকে রিমাইন্ডার দিবে। এতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৮.৫ মিমি থিকনেসের প্রায় ১৬৪ গ্রাম ওজনের ফোনটি ডেজেল ব্লাক এবং কসমিক শাইন এ দুটি রঙে পাওয়া যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ , ৭ ফাল্গুন ১৪২৭ ৭ রজব ১৪৪২

বাংলাদেশের বাজারে আইটেলের ‘ভিশন ১ প্রো’ স্মার্টফোন

image

বাংলাদেশের বাজারে আইটেল নিয়ে এলো ৩ জিবি র‌্যাম ভার্সনের ‘ভিশন ১ প্রো’ স্মার্টফোন। ৬.৫ ইঞ্চি এইচডি + ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। এর মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ব্যবহারকারীরা ১২৮ জিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ বাড়াতে পারবেন। ফোনটিতে ‘আয়তক্ষেত্রাকার’ আকৃতির ট্রিপল-ক্যামেরা সেট আপ করা হয়েছে। ৮ মেগাপিক্সেলের মূল এবং ২ এমপি ম্যাক্রো লেন্সের সঙ্গে এতে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে থাকা দুর্দান্ত এআই ডার্ট লেন্স ডিটেক্টরের কারণে কোনও ময়লা বা ধূলিকণা ধরা পড়লে লেন্স পরিষ্কার করার জন্য আপনাকে রিমাইন্ডার দিবে। এতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৮.৫ মিমি থিকনেসের প্রায় ১৬৪ গ্রাম ওজনের ফোনটি ডেজেল ব্লাক এবং কসমিক শাইন এ দুটি রঙে পাওয়া যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।