জেনারেলদের ওপর যুক্তরাজ্য-কানাডার নিষেধাঙ্গা

মায়ানমারের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সেনাশাসকদের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাজ্য ও কানাডা। এই নিয়ে পশ্চিমা বিশ্বের তিনটি দেশ মায়ানমারের সেনাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল। গত সপ্তাহে অবরোধ আরোপের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

অং সান সু চিসহ ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির কয়েক’শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ১ ফেব্রুয়ারি মায়ানমার ক্ষমতায় বসে সেনাবাহিনী। শুরু থেকেই এই সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে আসছে পশ্চিমা অনেক দেশ।

গত ১৩ দিন সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মায়ানমারের জনগণ। জনগণের চলমান অসহযোগী আন্দোলন দমাতে আটক, গ্রেপ্তার এমনকি কারাদ- দেয়া অব্যাহত রেখেছে মায়ানমারের সেনাশাসন। অবরোধ নিয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, মায়ানমারের তিন জেনারেলের সম্পদ জব্দ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অন্যদিকে মায়ানমারের সেনাবাহিনীর ৯ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কানাডা।

শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ , ৭ ফাল্গুন ১৪২৭ ৭ রজব ১৪৪২

জেনারেলদের ওপর যুক্তরাজ্য-কানাডার নিষেধাঙ্গা

মায়ানমারের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সেনাশাসকদের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাজ্য ও কানাডা। এই নিয়ে পশ্চিমা বিশ্বের তিনটি দেশ মায়ানমারের সেনাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল। গত সপ্তাহে অবরোধ আরোপের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

অং সান সু চিসহ ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির কয়েক’শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ১ ফেব্রুয়ারি মায়ানমার ক্ষমতায় বসে সেনাবাহিনী। শুরু থেকেই এই সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে আসছে পশ্চিমা অনেক দেশ।

গত ১৩ দিন সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মায়ানমারের জনগণ। জনগণের চলমান অসহযোগী আন্দোলন দমাতে আটক, গ্রেপ্তার এমনকি কারাদ- দেয়া অব্যাহত রেখেছে মায়ানমারের সেনাশাসন। অবরোধ নিয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, মায়ানমারের তিন জেনারেলের সম্পদ জব্দ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অন্যদিকে মায়ানমারের সেনাবাহিনীর ৯ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কানাডা।