বালু ব্যবসা বিবাদে সংঘর্ষ : নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু ব্যবসাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারা গেছেন সমর আলী (৪৫) নামে এক যুবক। আহত হয়েছেন নারী-পুরুষ-শিশুসহ অন্তত ৩০ জন। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

গত শুক্রবার ও শনিবার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে ওই গ্রামের হাজী আলাউদ্দিন ও ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার গ্রুপের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাজী আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনায় গত গত শুক্রবার রাত ৮টার দিকে গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার পুনরায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষের ঘটনায় আলাউদ্দিন গ্রুপের সমর আলী, জাহিদুল ইসলাম, মহিউদ্দিন, মোশারফ, নুর নবী, নিলা, দেলোয়ার হোসেন, আব্দুল আলীসহ ৮ জন অন্যদিকে সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা বরজাহান, রেখা, তাসলিমা, সায়বা, ছোট সুমনসহ ২২ জন আহত হয়। এদের মধ্যে আলাউদ্দিনের আত্মীয় সমর আলী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এই দুই গ্রুপের দ্বন্দ্ব বেশ পুরোনো।

গত ঈদুল আযহার আগের দিনও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশের অধিক ব্যক্তি আহত হয়। হাজী আলাউদ্দিনের ছেলে পুলিশ সদস্য হওয়ার কারণে তিনি প্রভাব বিস্তার করেন এলাকায়। অন্যদিকে ব্যবসায়ী সাদেকুর রহমানও এলাকায় প্রভাব বজায় রাখতে চান। তবে সাদেকুর রহমানের স্ত্রী শেফালী বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার স্বামীর দোকানে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলা আলাউদ্দিনের নির্দেশে করা হয়। এতে তার স্বামী রক্তাক্ত জখম হয়েছেন। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানোরও অভিযোগ করেন শেফালী বেগম। এদিকে হাজী আলাউদ্দিন বলেন, প্রতিপক্ষের লোকজন তার আত্মীয় সমর আলীকে কুপিয়ে হত্যা করেছে। এর আগেও তার ভাতিজাকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ তার। তিনিও তার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন। এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, সকালে ঘটনার পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ , ৯ ফাল্গুন ১৪২৭ ৯ রজব ১৪৪২

বালু ব্যবসা বিবাদে সংঘর্ষ : নিহত ১

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু ব্যবসাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারা গেছেন সমর আলী (৪৫) নামে এক যুবক। আহত হয়েছেন নারী-পুরুষ-শিশুসহ অন্তত ৩০ জন। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

গত শুক্রবার ও শনিবার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে ওই গ্রামের হাজী আলাউদ্দিন ও ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার গ্রুপের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাজী আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনায় গত গত শুক্রবার রাত ৮টার দিকে গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার পুনরায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষের ঘটনায় আলাউদ্দিন গ্রুপের সমর আলী, জাহিদুল ইসলাম, মহিউদ্দিন, মোশারফ, নুর নবী, নিলা, দেলোয়ার হোসেন, আব্দুল আলীসহ ৮ জন অন্যদিকে সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা বরজাহান, রেখা, তাসলিমা, সায়বা, ছোট সুমনসহ ২২ জন আহত হয়। এদের মধ্যে আলাউদ্দিনের আত্মীয় সমর আলী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এই দুই গ্রুপের দ্বন্দ্ব বেশ পুরোনো।

গত ঈদুল আযহার আগের দিনও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশের অধিক ব্যক্তি আহত হয়। হাজী আলাউদ্দিনের ছেলে পুলিশ সদস্য হওয়ার কারণে তিনি প্রভাব বিস্তার করেন এলাকায়। অন্যদিকে ব্যবসায়ী সাদেকুর রহমানও এলাকায় প্রভাব বজায় রাখতে চান। তবে সাদেকুর রহমানের স্ত্রী শেফালী বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার স্বামীর দোকানে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলা আলাউদ্দিনের নির্দেশে করা হয়। এতে তার স্বামী রক্তাক্ত জখম হয়েছেন। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানোরও অভিযোগ করেন শেফালী বেগম। এদিকে হাজী আলাউদ্দিন বলেন, প্রতিপক্ষের লোকজন তার আত্মীয় সমর আলীকে কুপিয়ে হত্যা করেছে। এর আগেও তার ভাতিজাকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ তার। তিনিও তার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন। এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, সকালে ঘটনার পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।