রোজিনার লিপে সাবিনা, কাঞ্চনের লিপে মোমিন

ঢালিউডের সত্তর ও আশির দশকের তুমুল জনপ্রিয় নায়িকা রোজিনার প্রযোজনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’। তাতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করবেন। সে কথা অনেকেই জানেন। রোজিনার অনুরোধে দীর্ঘ বিরতির পর এ ছবিতে তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র নায়ক অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে রোজিনা কেবল চমক এখানেই শেষ করেননি, ছবিটি ঘিরে আশি ও নব্বই দশকের দর্শকের নস্টালজিকে নাড়া দেবে এই ভাবনায় গানেও নিয়েছেন পেশাদারি ভূমিকা। এতে দীর্ঘদিন পর কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠ যাচ্ছে রোজিনার লিপে। অপরদিকে কাঞ্চনের জন্য চাই উপযুক্ত কণ্ঠ, যে কণ্ঠে এন্ড্রু কিশোরের ফ্লেবার থাকা চাই। হন্যে হয়ে খুঁজতে গিয়ে এ ছবির গানের গীত রচয়িতা কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার দিলেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাসের। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফোকাস স্টুডিওয়োতে জাবেদ আহমেদ কিসলুর সুরে সাবিনা-মোমিন বিশ^াসের গানটির গানটি রেকর্ড হয়।

রোজিনা বলেন, ‘আমার লিপে অধিকাংশ গানই সাবিনা আপার গাওয়া, আমার যা প্রত্যাশা ছিল তিনি তারচেয়েও বেশি কিছু দিয়েছেন। কাঞ্চন ভাইয়ের লিপের জন্য মোমিনও উৎড়ে গেছেন। ওর ওপর এন্ড্রুদার আর্শিবাদ রয়েছে। কিসুল অসাধারণ করেছেন, সবার প্রচেষ্টায় পারফেক্ট একটা গান পাওয়া গেল। সুরকার আহমেদ কিসলু বলেন, এখন অস্থির সময়, কিন্তু এ গানটি সুর ও সংগীতায়োজন করতে আমাকে বেশ স্থির হতে হয়েছে। উপায় ছিল না গানের সঙ্গে যুক্ত প্রায় সবাই যার যার জায়গায় কিংবদন্তি তাদের নামের জায়গায় শ্রদ্ধা রেখে চেষ্টা করেছি গানটিতে ভিন্নতা এনে শ্রুতিমধুর করতে।’

‘ফিরে দেখা’ নামে ছবিটি ১৯৭১ সালে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিতে রোজিনা, ইলিয়াস কাঞ্চন ছাড়াও চিত্রনায়ক নিরব, স্পর্ষিয়া অভিনয় করছেন। এর নৃত্য পরিচালক হিসেবে থাকছেন মাসুম বাবুল। চলতি মাসেই রাজবাড়ীতে শুটিং শুরু হবে।

সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ , ৯ ফাল্গুন ১৪২৭ ৯ রজব ১৪৪২

রোজিনার লিপে সাবিনা, কাঞ্চনের লিপে মোমিন

বিনোদন প্রতিবেদক |

image

ঢালিউডের সত্তর ও আশির দশকের তুমুল জনপ্রিয় নায়িকা রোজিনার প্রযোজনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’। তাতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করবেন। সে কথা অনেকেই জানেন। রোজিনার অনুরোধে দীর্ঘ বিরতির পর এ ছবিতে তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র নায়ক অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে রোজিনা কেবল চমক এখানেই শেষ করেননি, ছবিটি ঘিরে আশি ও নব্বই দশকের দর্শকের নস্টালজিকে নাড়া দেবে এই ভাবনায় গানেও নিয়েছেন পেশাদারি ভূমিকা। এতে দীর্ঘদিন পর কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠ যাচ্ছে রোজিনার লিপে। অপরদিকে কাঞ্চনের জন্য চাই উপযুক্ত কণ্ঠ, যে কণ্ঠে এন্ড্রু কিশোরের ফ্লেবার থাকা চাই। হন্যে হয়ে খুঁজতে গিয়ে এ ছবির গানের গীত রচয়িতা কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার দিলেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাসের। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফোকাস স্টুডিওয়োতে জাবেদ আহমেদ কিসলুর সুরে সাবিনা-মোমিন বিশ^াসের গানটির গানটি রেকর্ড হয়।

রোজিনা বলেন, ‘আমার লিপে অধিকাংশ গানই সাবিনা আপার গাওয়া, আমার যা প্রত্যাশা ছিল তিনি তারচেয়েও বেশি কিছু দিয়েছেন। কাঞ্চন ভাইয়ের লিপের জন্য মোমিনও উৎড়ে গেছেন। ওর ওপর এন্ড্রুদার আর্শিবাদ রয়েছে। কিসুল অসাধারণ করেছেন, সবার প্রচেষ্টায় পারফেক্ট একটা গান পাওয়া গেল। সুরকার আহমেদ কিসলু বলেন, এখন অস্থির সময়, কিন্তু এ গানটি সুর ও সংগীতায়োজন করতে আমাকে বেশ স্থির হতে হয়েছে। উপায় ছিল না গানের সঙ্গে যুক্ত প্রায় সবাই যার যার জায়গায় কিংবদন্তি তাদের নামের জায়গায় শ্রদ্ধা রেখে চেষ্টা করেছি গানটিতে ভিন্নতা এনে শ্রুতিমধুর করতে।’

‘ফিরে দেখা’ নামে ছবিটি ১৯৭১ সালে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিতে রোজিনা, ইলিয়াস কাঞ্চন ছাড়াও চিত্রনায়ক নিরব, স্পর্ষিয়া অভিনয় করছেন। এর নৃত্য পরিচালক হিসেবে থাকছেন মাসুম বাবুল। চলতি মাসেই রাজবাড়ীতে শুটিং শুরু হবে।