বিক্রয় জবস এর সঙ্গে যুক্ত মেম্বারের সংখ্যা এখন ১০০

জব পোর্টাল বিক্রয় জবসের সঙ্গে মেম্বারশিপের মাধ্যমে যুক্ত হয়েছে ১০০টি প্রতিষ্ঠান। মার্কেটপ্লেস বিক্রয় ডট কম সম্প্রতি নতুন আঙ্গিকে নিয়ে এসেছে বিক্রয় জবস। এতে চাকরির রোল অনুযায়ী প্রার্থীরা পছন্দের চাকরিটি খুঁজে নিতে পারবেন। এছাড়াও তাদের আছে “স্টাফিং সল্যুশনস” সার্ভিস- যেখানে জবস সার্কুলার দেয়ার পর আবেদনকারীদের শটলিস্ট করা, ইন্টারভিউ নেয়া এই রকম অনেক স্টেপ তারা নিজেরাই সম্পন্ন করে সম্ভাব্য যোগ্য প্রার্থীদের লিস্ট মেম্বারদের সঙ্গে শেয়ার করেন। ফলে নিয়োগকারীদের কাজ হয় নির্বিঘেœ।

এ বিষয়ে বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “কোভিড পরবর্তীতে চাকরির বাজারে অনেক পরিবর্তন এসেছে। অনলাইনকেন্দ্রিক নতুন ইন্ডাস্ট্রি প্রবর্তনের ফলে বিভিন্ন পদে কাজের সুযোগ তৈরি হচ্ছে। আমাদের প্ল্যাটফর্মটিতে চাকরি প্রার্থীদের জন্য দক্ষতার ভিত্তিতে বিভিন্ন কাজের অফার রয়েছে এবং ৪,৫০,০০০+ মাসিক ইউনিক ভিজিটরের সঙ্গে আমাদের কাছে আবেদনকারীদের ৭,৩৮,০০০+ সিভি ডাটাবেজ রয়েছে যেখান থেকে আমাদের মেম্বাররা তাদের পছন্দসই প্রার্থী খুঁজে পেতে পারেন। এছাড়া, কোনো মেম্বারের সঙ্গে যুক্ত হওয়ার আগে, আমাদের পক্ষ থেকে একটি ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এবং বিজ্ঞাপনের গুণমান এবং সত্যতা নিশ্চিত করার জন্য চাকরির বিজ্ঞাপনগুলো ম্যানুয়ালি রিভিউ করা হয়।” সংবাদ বিজ্ঞপ্তি।

সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ , ৯ ফাল্গুন ১৪২৭ ৯ রজব ১৪৪২

বিক্রয় জবস এর সঙ্গে যুক্ত মেম্বারের সংখ্যা এখন ১০০

image

জব পোর্টাল বিক্রয় জবসের সঙ্গে মেম্বারশিপের মাধ্যমে যুক্ত হয়েছে ১০০টি প্রতিষ্ঠান। মার্কেটপ্লেস বিক্রয় ডট কম সম্প্রতি নতুন আঙ্গিকে নিয়ে এসেছে বিক্রয় জবস। এতে চাকরির রোল অনুযায়ী প্রার্থীরা পছন্দের চাকরিটি খুঁজে নিতে পারবেন। এছাড়াও তাদের আছে “স্টাফিং সল্যুশনস” সার্ভিস- যেখানে জবস সার্কুলার দেয়ার পর আবেদনকারীদের শটলিস্ট করা, ইন্টারভিউ নেয়া এই রকম অনেক স্টেপ তারা নিজেরাই সম্পন্ন করে সম্ভাব্য যোগ্য প্রার্থীদের লিস্ট মেম্বারদের সঙ্গে শেয়ার করেন। ফলে নিয়োগকারীদের কাজ হয় নির্বিঘেœ।

এ বিষয়ে বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “কোভিড পরবর্তীতে চাকরির বাজারে অনেক পরিবর্তন এসেছে। অনলাইনকেন্দ্রিক নতুন ইন্ডাস্ট্রি প্রবর্তনের ফলে বিভিন্ন পদে কাজের সুযোগ তৈরি হচ্ছে। আমাদের প্ল্যাটফর্মটিতে চাকরি প্রার্থীদের জন্য দক্ষতার ভিত্তিতে বিভিন্ন কাজের অফার রয়েছে এবং ৪,৫০,০০০+ মাসিক ইউনিক ভিজিটরের সঙ্গে আমাদের কাছে আবেদনকারীদের ৭,৩৮,০০০+ সিভি ডাটাবেজ রয়েছে যেখান থেকে আমাদের মেম্বাররা তাদের পছন্দসই প্রার্থী খুঁজে পেতে পারেন। এছাড়া, কোনো মেম্বারের সঙ্গে যুক্ত হওয়ার আগে, আমাদের পক্ষ থেকে একটি ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এবং বিজ্ঞাপনের গুণমান এবং সত্যতা নিশ্চিত করার জন্য চাকরির বিজ্ঞাপনগুলো ম্যানুয়ালি রিভিউ করা হয়।” সংবাদ বিজ্ঞপ্তি।