পতনের বৃত্তেই শেয়ারবাজার সাত মাসে সর্বনিম্ন লেনদেন

গত সপ্তাহ থেকে টানা পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের শেয়ারবাজার। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবারের মতো গতকালও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের বড় পতন হয়েছে। বড় পতনের সঙ্গে লেনদেনও কমে সাত মাসের মধ্যে সবনিম্ন পর্যায়ে চলে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫.২১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.৪৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪৮.২০ পয়েন্ট এবং সিডিএসইটি ২৪.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২২.০৩ পয়েন্টে, ২০৫৭.৩৬ পয়েন্টে এবং ১১৪৫.০৯ পয়েন্টে। গতকাল ডিএসই ৪৬৭ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালকের লেনদেন ছয় মাস ২৩ দিন বা ১৪০ কার্যদিবসের মধ্যে সর্বনি¤œ। এর আগে আগের বছরের ২৯ জুলাই গতকালকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির বা ৬.৭০ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৯টির বা ৬৩.৮৫ শতাংশের এবং ১০১টির বা ২৯.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫৬.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৬৪.৯৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ১২২টির আর ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১১ লাখ ৮৮ হাজার ২৫৩টি শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ২৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিবিএইচের। দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ লাখ ৭৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৭৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।

এছাড়া বিডি থাইয়ের ৩৩ লাখ ৬৫ হাজার টাকার, বিকন ফার্মার ৪১ লাখ ৮৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫০ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ ৭৬ হাজার টাকার, হাইডেলবার্গ সিমেন্টের ৫ লাখ ৪৯ হাজার টাকার, মুন্নু এগ্রোর ৫ লাখ ১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ টাকার, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ টাকার, আরডি ফুডের ৭ লাখ ৭৭ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১ লাখ ৪৮ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৭০ হাজার টাকার এবং শাশা ডেনিমসের ৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২১৯টির বা ৬৩.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর ছিল ১৬.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৫.৮০ টাকায়। অর্থাৎ গতকাল ফান্ডটির ইউনিট দর ১.১০ টাকা বা ৬.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মীর আখতারের ৬.৩৬ শতাংশ, রবি আজিয়াটার ৬.৩৬ শতাংশ, জুট স্পিনার্সের ৬.২১ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৫.৫৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৪৪ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৫.৩ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের শেয়ার দর ৫.৩০ শতাংশ কমেছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২৩টির বা ৬.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলহাজ টেক্সটাইলের। গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলহাজ টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটনের ৫.০৭ শতাংশ, ইউনিলিভারের ৪.২৬ শতাংশ, গোল্ডেন সনের ৩.২৮ শতাংশ, আরডি ফুডের ৩.২৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২.৮৯ শতাংশ, রেকিট বেনকিজারের ১.৫৮ শতাংশ, এমআই সিমেন্টের ১.৩১ শতাংশ, মিরাকলের ১.৩০ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ১.২৮ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ , ১০ ফাল্গুন ১৪২৭ ১০ রজব ১৪৪২

পতনের বৃত্তেই শেয়ারবাজার সাত মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

গত সপ্তাহ থেকে টানা পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের শেয়ারবাজার। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবারের মতো গতকালও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের বড় পতন হয়েছে। বড় পতনের সঙ্গে লেনদেনও কমে সাত মাসের মধ্যে সবনিম্ন পর্যায়ে চলে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫.২১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.৪৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪৮.২০ পয়েন্ট এবং সিডিএসইটি ২৪.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২২.০৩ পয়েন্টে, ২০৫৭.৩৬ পয়েন্টে এবং ১১৪৫.০৯ পয়েন্টে। গতকাল ডিএসই ৪৬৭ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালকের লেনদেন ছয় মাস ২৩ দিন বা ১৪০ কার্যদিবসের মধ্যে সর্বনি¤œ। এর আগে আগের বছরের ২৯ জুলাই গতকালকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির বা ৬.৭০ শতাংশের, শেয়ার দর কমেছে ২১৯টির বা ৬৩.৮৫ শতাংশের এবং ১০১টির বা ২৯.৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫৬.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৬৪.৯৯ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ১২২টির আর ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১১ লাখ ৮৮ হাজার ২৫৩টি শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ২৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিবিএইচের। দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ লাখ ৭৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৭৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।

এছাড়া বিডি থাইয়ের ৩৩ লাখ ৬৫ হাজার টাকার, বিকন ফার্মার ৪১ লাখ ৮৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫০ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ ৭৬ হাজার টাকার, হাইডেলবার্গ সিমেন্টের ৫ লাখ ৪৯ হাজার টাকার, মুন্নু এগ্রোর ৫ লাখ ১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ টাকার, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ টাকার, আরডি ফুডের ৭ লাখ ৭৭ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১ লাখ ৪৮ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৭০ হাজার টাকার এবং শাশা ডেনিমসের ৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২১৯টির বা ৬৩.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর ছিল ১৬.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৫.৮০ টাকায়। অর্থাৎ গতকাল ফান্ডটির ইউনিট দর ১.১০ টাকা বা ৬.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মীর আখতারের ৬.৩৬ শতাংশ, রবি আজিয়াটার ৬.৩৬ শতাংশ, জুট স্পিনার্সের ৬.২১ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৫.৫৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৪৪ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৫.৩ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের শেয়ার দর ৫.৩০ শতাংশ কমেছে।

গতকাল ডিএসই’র লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২৩টির বা ৬.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আলহাজ টেক্সটাইলের। গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলহাজ টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটনের ৫.০৭ শতাংশ, ইউনিলিভারের ৪.২৬ শতাংশ, গোল্ডেন সনের ৩.২৮ শতাংশ, আরডি ফুডের ৩.২৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২.৮৯ শতাংশ, রেকিট বেনকিজারের ১.৫৮ শতাংশ, এমআই সিমেন্টের ১.৩১ শতাংশ, মিরাকলের ১.৩০ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ১.২৮ শতাংশ বেড়েছে।