একুশের চেতনাকে আমাদের ধারণ করতে হবে পিন্টু

একুশে ফেব্রুয়ারি হলো বাঙালি জাতির উন্মেষ। একুশে ফেব্রুয়ারির চেতনা বিভিন্নভাবে আমাদের ভিত্তি নির্মাণ করেছে মন্তব্য করে বাংলাদেশ কল্যাণ পার্টির’র ভারপ্রাপ্ত মহাসচিব মো. নুরুল কবির ভুইয়া পিন্টু বলেন, বায়ান্নর একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন বৈষম্য আর পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালির প্রথম বিজয়।

গতকাল নয়াপল্টনে ঢাকা মহানগর কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে আলোচনা সভা। বাংলাদেশ কৃষক কল্যাণ পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫২’র ২১ ফেব্রুয়ারি ভাষার অধিকারের পথ ধরেই গণতন্ত্র ও অর্থনৈতিক অধিকারের দাবি উচ্চারিত হয়েছিল। শুরু হয়েছিল, স্বায়ত্তশাসন ও স্বাধিকারের সংগ্রাম। একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। নুরুল কবির পিন্টু বলেন ভাষা আন্দোলন কেবলমাত্র নিছক একটি আন্দোলন অথবা ভাষারই আন্দোলন ছিল না বরং চেতনা সঞ্চারী এই আন্দোলন ভেতরগত অবিনাশী চেতনার স্মারক হয়ে রয়েছে।

এই চেতনা স্বাধীনতার রক্ষাকবচ বটে। ভাষা আন্দোলন প্রকৃত অর্থে রাষ্ট্রযন্ত্রের সব প্রতারণার বিরুদ্ধে বিজয়ের নির্দেশক। তিনি আরও বলেন একুশের চেতনার হাত ধরেই আমার আমরা মুক্তিযুদ্ধ করিছি এবং স্বাধীনতা পেয়েছি, অতএব ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা এক অভিন্ন, একুশের চেতনাকে আমাদের বুকে ধারন করতে হবে। তাহলেই ভাষা শহীদের আত্মত্যাগ সার্থক হবে।

বাংলাদেশ কৃষক কল্যাণ পার্টি’র আহ্বায়ক মো. শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে কৃষক কল্যাণের সদস্য সচিব এরশাদুর রহমানের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে শামসুউদ্দিন পারভেজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টি-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদুর রহামন, আলোচনায় অংশগ্রহণ করেন রাসেদ ফেরদৌস সোহেল মোল্লা, আল আমি ভুইয়া, জসিম উদ্দিন প্রমুখ।

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ , ১০ ফাল্গুন ১৪২৭ ১০ রজব ১৪৪২

একুশের চেতনাকে আমাদের ধারণ করতে হবে পিন্টু

নিজস্ব বার্তা পরিবেশক |

একুশে ফেব্রুয়ারি হলো বাঙালি জাতির উন্মেষ। একুশে ফেব্রুয়ারির চেতনা বিভিন্নভাবে আমাদের ভিত্তি নির্মাণ করেছে মন্তব্য করে বাংলাদেশ কল্যাণ পার্টির’র ভারপ্রাপ্ত মহাসচিব মো. নুরুল কবির ভুইয়া পিন্টু বলেন, বায়ান্নর একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন বৈষম্য আর পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালির প্রথম বিজয়।

গতকাল নয়াপল্টনে ঢাকা মহানগর কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে আলোচনা সভা। বাংলাদেশ কৃষক কল্যাণ পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫২’র ২১ ফেব্রুয়ারি ভাষার অধিকারের পথ ধরেই গণতন্ত্র ও অর্থনৈতিক অধিকারের দাবি উচ্চারিত হয়েছিল। শুরু হয়েছিল, স্বায়ত্তশাসন ও স্বাধিকারের সংগ্রাম। একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। নুরুল কবির পিন্টু বলেন ভাষা আন্দোলন কেবলমাত্র নিছক একটি আন্দোলন অথবা ভাষারই আন্দোলন ছিল না বরং চেতনা সঞ্চারী এই আন্দোলন ভেতরগত অবিনাশী চেতনার স্মারক হয়ে রয়েছে।

এই চেতনা স্বাধীনতার রক্ষাকবচ বটে। ভাষা আন্দোলন প্রকৃত অর্থে রাষ্ট্রযন্ত্রের সব প্রতারণার বিরুদ্ধে বিজয়ের নির্দেশক। তিনি আরও বলেন একুশের চেতনার হাত ধরেই আমার আমরা মুক্তিযুদ্ধ করিছি এবং স্বাধীনতা পেয়েছি, অতএব ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা এক অভিন্ন, একুশের চেতনাকে আমাদের বুকে ধারন করতে হবে। তাহলেই ভাষা শহীদের আত্মত্যাগ সার্থক হবে।

বাংলাদেশ কৃষক কল্যাণ পার্টি’র আহ্বায়ক মো. শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে কৃষক কল্যাণের সদস্য সচিব এরশাদুর রহমানের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে শামসুউদ্দিন পারভেজ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টি-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদুর রহামন, আলোচনায় অংশগ্রহণ করেন রাসেদ ফেরদৌস সোহেল মোল্লা, আল আমি ভুইয়া, জসিম উদ্দিন প্রমুখ।